প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

রাজৈরের টেকেরহাটে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের মানববন্ধন

মোঃ আলী শেখ, স্টাফ রিপোর্টার : গত ১৭ জুলাই ২০২৫ ইং তারিখে জারিকৃত পরিপত্রে বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন স্কুল গুলোকে বাদ দেওয়ায়। রাজৈর উপজেলার টেকেরহাটে বাসস্ট্যান্ডের গোল চত্বরে, আজ ২৯ জুলাই সকাল ৯.০০ ঘটিকায় মানববন্ধন করে। রাজৈর উপজেলার কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের ছাত্র-ছাত্রী শিক্ষক-শিক্ষিকা, পরিচালক এবং অভিভাবকবৃন্দ।

উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন শহীদ সরদার শাজাহান শিশু নিকেতনের প্রধান শিক্ষক মোহাম্মদ সাইফুল ইসলাম, থ্রিডি ডিজিটাল স্কুলের প্রতিষ্ঠাতা নূর হোসেন ঢালী পরিচালক আরিফুজ্জামান বেগ টিপু, পরিচালক ও প্রধান শিক্ষক তানভীর হোসেন,, আলহেরা ইসলামী একাডেমির জনাব আবুল বাশার আনসারী,,টেকেরহাট মডেল স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আবুল হাসান মিয়া এছাড়া আরো উপস্থিত ছিলেন ইকরা মডেল একাডেমির প্রতিষ্ঠাতা মওলানা মনিরুল ইসলাম, আলমদিনা ইসলামী একাডেমির প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক জনাব রেজাউল করিম,, বর্ণমালা বিদ্যানিকেতনের পরিচালক জনাব সেলিম হোসেন,, মর্নিং ব্লু-বার্ড কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক রাব্বি হোসেন মিয়া,, জিএম শিশু বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক মোহাম্মদ রাশেদুল ইসলাম,, ইশিবপুর আদর্শ মডার্ন স্কুলের প্রধান শিক্ষক সুমন হোসেন,, পউস মডেল স্কুলের প্রধান শিক্ষক সুমন আহমেদ প্রমুখ।

এ সময় বক্তারা দাবি করেন পঞ্চম শ্রেণির প্রাথমিক বৃত্তি পরীক্ষার কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন