প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

চালককে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাই

মো: মিজানুর রহমান স্টাফ রিপোর্টার:   ২৮ জুলাই সোমবার গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায় পাইকপাড়া নামক স্থানে সন্ধ্যায় এই অটোরিক্সা ছিনতাই এর ঘটনা ঘটে।  ঘটনার বিবরণে প্রকাশ, সোমবার পাকুল্লা সিএনজি স্ট্যান্ড হতে দুইজন যাত্রী গোড়াই যাওয়ার কথা বলে শান্ত মিয়া(২৬) এর অটোরিক্সায় উঠে। পথিমধ্যে অটোচালক শান্তর সাথে যাত্রীদের আলাপচারিতা হয়। একজন যাত্রী বলেন, আমাদের বাড়ি শশীনারা। সে শান্তর মোবাইলে একটি ফোনও দেয়, বলে এটি আমার ফোন নাম্বার। শান্তর কাছে শশীনারা গ্রামের কয়েকজনের নাম বলে। মোটকথা বিভিন্নভাবে সে শান্তর কাছে বিশ্বাস অর্জনের চেষ্টা করে। এক পর্যায়ে তারা সফলও হয়। গোড়াই পৌঁছালে আরেকজন ছাত্রী ওঠে তাদের সাথে। যাত্রীদের একজন শান্তকে  বলে, আমার খালাকে আনার জন্য কালিয়াকৈরের ঐ পাশে যেতে হবে। বোকা শান্ত তখনো কোনো কিছু আঁচ করে উঠতে পারেনি। সে তাদের কথা মতো কালিয়াকৈরের পথ ধরে এগোতে থাকে।  সন্ধ্যা সাতটার দিকে তাদের অটোরিকশাটি পাইকপাড়া নামক স্থানে পৌঁছালে একজন যাত্রী শান্তকে ছুরি দ্বারা আঘাত করে রিকশা থেকে ফেলে দেয়। ছিনতাইকারীরা শান্তর অটোরিক্সা নিয়ে দ্রুত পালিয়ে যায়।শান্তর চিৎকারে এলাকার লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে  প্রাথমিক চিকিৎসা দেয়ার জন্য বরইবাড়ি নামক স্থানে নিয়ে যায়। তার মোবাইল হতে শান্তর বাবাকে একটি ফোন দেয়া হয়। ফোনে ছেলের বিপদের কথা শুনে শান্তর বাবা যথাসম্ভব দ্রুত ছেলের কাছে উপস্থিত হন। পরে শান্তকে চিকিৎসার জন্য মির্জাপুরে নিয়ে আসা হয়। বর্তমানে সে চিকিৎসাধীন অবস্থায় নিজ বাড়িতে রয়েছে। শান্তর বাবা এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছে। এ ব্যাপারে মির্জাপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন