প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

জুলাই পুনর্জাগরণ উদযাপন উপলক্ষে রাণীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: জুলাই পুনর্জাগরণ উদযাপন উপলক্ষে নওগাঁর রাণীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলার ঘোষগ্রাম পীর কফিলিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। নওগাঁ স্বাস্থ্য বিভাগ এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন, নওগাঁ জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. মুনির আলী আকন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন, নওগাঁ মেডিকেল কলেজের অধ্যাপক ডা. মো. মুক্তার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা ইয়াসমিন, রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান, রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান। এছাড়াও উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক আমিনুল ইসলাম বেলাল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নওগাঁ জেলার যুগ্ন সমন্বয়ক রাফি রেজুয়ান প্রমুখ। আয়োজকরা জানান, ফ্রি মেডিকেল ক্যাম্পে সকাল থেকে দুপুর পর্যন্ত নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ৬ জন চিকিৎসক প্রায় ৬০০ জন রোগীকে বিভিন্ন রোগের চিকিৎসা সেবা প্রদান করেন। এছাড়া ওই বিদ্যালয়ের গত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। সংবর্ধনা শেষে বিদ্যালয় প্রাঙ্গনে গাছের চারা রোপণ করেন তিনি।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন