প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড, বিশৃঙ্খলা সৃষ্টি ও নাশকতা পরিকল্পনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্ৰেফতার-২ ‎

‎মোঃ রুবেল হোসেন (ঢাকা) সাভার :
‎
‎অন্তবর্তীকালীন সরকারের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ দেশব্যাপী নাশকতা পরিকল্পনায় যুক্ত থাকার অভিযোগে সাভার থেকে পাবনা জেলার সাঁথিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা সোহেল রানা খোকনসহ দুজনকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ।
‎
‎সোমবার ২৮ জুলাই রাত সাড়ে নয়টার দিকে সাভার বিরুলিয়া ইউনিয়নের ফুডকোর্ট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
‎
‎গ্ৰেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জুয়েল মিয়া।
‎গ্রেফতারকৃতরা হলেন- পাবনা জেলার সাঁথিয়া উপজেলার দৌলতপুর গ্রামের ফেরদৌস খানের ছেলে সোহেল রানা খোকন (৪২)
‎
‎তার সহযোগী একই উপজেলার আমোষ গ্রামের আবদুর রশিদের ছেলে বিদ্যুৎ হোসেন (৩৫)
‎
‎পুলিশ জানায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিরুলিয়া ব্রিজ এলাকার ফুডকোর্ট থেকে সাঁথিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা সোহেল রানা খোকন ও তার সহযোগী বিদ্যুৎ হোসেন কে গ্রেফতার করা হয়।
‎তাদের বিরুদ্ধে ফ্যাসিবাদ আওয়ামী লীগের হয়ে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড, বিশৃঙ্খলা সৃষ্টি ও নাশকতা পরিকল্পনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে একাধিক মামলা ও রয়েছে বলে জানান পুলিশ।
‎

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন