প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

নওগাঁর মহাদেবপুরে বগের মোড়ে ৩ টি মোবাইল ফোনের দোকানে প্রায় ২০ লক্ষ টাকার মালামাল চুরি

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মহাদেবপুরে সোমবার ভোরে ৩টি মোবাইলের দোকানে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। চোরেরা দোকান তিনটি থেকে প্রায় ২০ লক্ষ টাকার ১১০টি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার ভোরে উপজেলা সদরের বকের মোড়ের শেখ সুপার মার্কেটে অবস্থিত মোবাইল মার্ট, জমজম মোবাইল বাজার ও বেচাকেনা দর্পণ নামক তিনটি মোবাইলের দোকানে মুখে মাক্স পরিহিত ৭/৮ জনের একটি দল দোকানের তালা ভেঙে মোবাইল মার্ট থেকে ৬ লক্ষ টাকা মূল্যের ৩০ টি মোবাইল ফোন, জমজম মোবাইল বাজার থেকে ৯ লক্ষ টাকা মূল্যের ৫০ টি মোবাইল ফোন এবং বেচাকেনা দর্পণ থেকে ৫ লক্ষ টাকা মূল্যের ৩০ মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। চোরেরা চুরি করে যাওয়ার সময় দোকান তিনটিতে আলাদা নতুন তালাও লাগিয়ে গেছে বলে জানান মোবাইল মার্ট এর মালিক জনি। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার ও মহাদেবপুর সার্কেল জয়ব্রত পাল, থানার অফিসার ইনচার্জ মো. শাহীন রেজা, এস আই মনোয়ার হোসেনসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ মো. শাহীন রেজা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন