প্রিন্ট এর তারিখঃ শনিবার ৪ অক্টোবর, ২০২৫ ১৯ আশ্বিন, ১৪৩২ ১১ রবিউস সানি, ১৪৪৭

নিহত তানবিরের কবরে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি এবং পরিবারকে সমবেদনা জানালেন বাংলাদেশ বিমান বাহিনী

আনোয়ার হোসেন,মির্জাপুর প্রতিনিধি: মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী তানভীর আহমেদের করুণ মৃত্যুতে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বিমান বাহিনী। বিমান বিধ্বস্তে নিহত এই শিক্ষার্থীর কবরস্থানে আজ সোমবার (২৮ জুলাই) বিকালে বিমান বাহিনী প্রধানের পক্ষে টাঙ্গাইলের বীর উত্তম সুলতান বিমান বাহিনী ঘাঁটির ১২ সদস্যের একটি প্রতিনিধি দল পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এতে নেতৃত্ব দেন, বিমান বাহিনী ঘাঁটির উইং কমান্ডার আব্দুল্লাহ আল মামুন। শ্রদ্ধা জানানো শেষে তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত করা হয়।

এসময় উইং কমান্ডার সাংবাদিকদের বলেন, আমরা এ ঘটনার জন্য দুঃখ ও গভীর শোক প্রকাশ করছি। যারা এ দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং যেসকল শিক্ষার্থীরা আহতাবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তাদের দ্রুত আরোগ্য কামনা করি। তিনি আরও বলেন, বিমান বাহিনী এ দুর্ঘটনার পর থেকে নিহত ও আহতদের পরিবারের পাশে রয়েছে। এখনও আহতদের চিকিৎসা সেবা দিয়ে আসছে। আমরা সবসময় নিহতের পরিবারের পাশে থাকবো।

এসময় বিমান বাহিনীর পক্ষ থেকে তানভীরের পরিবারকে সান্ত্বনা জানানো হয় এবং তাদের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়।

উল্লেখ্য, গত সোমবার (২১ জুলাই) উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় তানভীর আহমেদ মৃত্যুবরণ করেন। তার এই আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

তানভীর মির্জাপুর উপজেলার উয়ার্শী ইউনিয়নের নগরভাদগ্রাম নয়াপাড়া গ্রামের মো. রুবেল মিয়ার ছেলে। তিনি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির (ফার্স্ট বয়) মেধাবী ছাত্র ছিলেন।

স্থানীয়রা জানিয়েছেন, তানভীরের মতো একজন প্রতিভাবান তরুণের মৃত্যু শুধু পরিবার নয়, দেশের জন্যও এক অপূরণীয় ক্ষতি। বিমান বাহিনীর পক্ষ থেকে প্রদত্ত এই শ্রদ্ধা তার স্বপ্ন ও আত্মত্যাগকে স্মরণীয় করে রাখবে।

তানভীরের আত্মার মাগফিরাত কামনায় তার মা-বাবাসহ স্বজন, এলাকাবাসী, সহপাঠী ও শিক্ষক-শিক্ষিকারা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন