প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

তানোরে পৌরসভায় শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ   

সোহানুল হক পারভেজ রাজশাহী বিভাগীয় প্রধান : রাজশাহী তানোরে বিভিন্ন  শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ করেন তানোর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাচন অফিসার লিয়াকত সালমান।   তারোর পৌরসভার আয়োজনে গতকাল সোমবার  সকালে  তানোর পৌরসভার কার্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ  অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  তানোর পৌরসভা  সহকারী প্রকৌশলী ও  ( ভারপ্রাপ্ত) পৌর  নির্বাহী কর্মকর্তা সরদার মো: জাহাঙ্গীর  আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা নির্বাহী অফিসার ও তানোর পৌরসভার প্রশাসক  লিয়াকত সালমান। এ সময় উপস্থিত ছিলেন তানোর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বননাবাস সাজদা,  তানোর থানার অফিসার ইনচার্জ  (ওসি) আফজাল হোসেন,  উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আলেয়া ফেরদৌস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলী খান তারের পৌরসভার কর্মকর্তা আব্দুল সবুর, মাহাবুরসহ পৌরসভার কর্মচারীরা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকরা উপস্থিত ছিলেন। তানোর পৌর এলাকার উচ্চ মাধ্যমিক ও দাখিল মাদ্রাসা  মোট ৯১০ জন শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ করা হয়।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন