
সোহানুল হক পারভেজ রাজশাহী বিভাগীয় প্রধান : রাজশাহী তানোরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ করেন তানোর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাচন অফিসার লিয়াকত সালমান। তারোর পৌরসভার আয়োজনে গতকাল সোমবার সকালে তানোর পৌরসভার কার্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তানোর পৌরসভা সহকারী প্রকৌশলী ও ( ভারপ্রাপ্ত) পৌর নির্বাহী কর্মকর্তা সরদার মো: জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও তানোর পৌরসভার প্রশাসক লিয়াকত সালমান। এ সময় উপস্থিত ছিলেন তানোর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বননাবাস সাজদা, তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আলেয়া ফেরদৌস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলী খান তারের পৌরসভার কর্মকর্তা আব্দুল সবুর, মাহাবুরসহ পৌরসভার কর্মচারীরা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকরা উপস্থিত ছিলেন। তানোর পৌর এলাকার উচ্চ মাধ্যমিক ও দাখিল মাদ্রাসা মোট ৯১০ জন শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ করা হয়।