প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

মোহনপুরে পারফরমেন্স বেজড গ্র্যান্টস স্কিমের আওতায় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন

মোঃ আফতাবুল আলম,রাজশাহী: মোহনপুর উপজেলায় পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (এসইডিপি) এর আওতায় ২০২২-২০২৩ এবং ২০২৩-২০২৪ অর্থ বছরের আওতায় কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় উপজেলা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অফিস এবং জেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা হল রুমে এ পুরস্কার বিতরণ দেয়া হয়। জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আঃ ওহাব এর সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা সিদ্দিকা। বিভিন্ন স্কুল, মাদ্রাসা, কলেজের এসএসসি ও এইচএসসি পাস করা ৪০ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও ক্রেস্ট তুলে দেন। প্রধান অতিথি বক্তব্য প্রদানে বলেন শিক্ষার মানোন্নয়নে মা-বাবা তথা অভিভাবকদের ভূমিকা অপরিসীম। শিক্ষাপ্রতিষ্ঠানের ভালো ফলাফলের জন্য এককভাবে শিক্ষক যথেষ্ট নয়।

এখানে অভিভাবকের ভূমিকাও একটি মুখ্য বিষয়। অভিভাবক এবং শিক্ষক উভয়ের প্রচেষ্টা একটি শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রাখতে পারে। অভিভাবকদের ক্ষেত্রে সন্তানদের সঠিকভাবে সাহায্য করার বিষয়ে যথাযথ জ্ঞান থাকে না। তাই ছাত্রছাত্রীদের মেধা ও প্রতিভা বিকাশে শিক্ষা প্রতিষ্ঠানের যেমন দায়িত্ব রয়েছে তেমনি অভিভাবকদের নিবিড় তত্ত্বাবধানে তাদের মেধা বিকশিত হতে পারে। তাই অভিভাবকদের নিজ সন্তানদের প্রতিভা অন্বেষণে নিবিড় পর্যবেক্ষণ ও সুযোগ সৃষ্টি করা অতীব প্রয়োজন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, শুধু পুথিগত শিক্ষা অর্জন করলেই চলবে না। আদর্শ মানুষ, ধর্মীয় নৈতিকতা থাকতে হবে, সেই সাথে সামনের দিনগুলোতে শিক্ষায় আরো ভালো পারফরমেন্স করে দেশকে এগিয়ে নিতে হবে।
বিশেষ অতিথি ছিলেন জেলা কারিকুলাম টেনিং স্পেশালিষ্ট আখতারুজ্জামান,জেলা কারিকুলাম টেনিং স্পেশালিষ্ট হোসনে আরা, উপজেলা শিক্ষা কর্মকর্তা এসএম মাহমুদ হাসান, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটার আলতাব হোসেন।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, সংবাদকর্মী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন