
বিশেষ প্রতিবেদন,
খাগড়াছড়ি জেলার মাটিরাঙা উপজেলায় ৫ মাস বয়সী শিশু আব্দুল রহমান বিন ইউসুফ এর চিকিৎসার অর্থ যোগাতে হিমসিম খাচ্ছে হতদরিদ্র গার্মেন্টস শ্রমিক বাবা ইউসুফ আলী।
মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি ইউনিয়নের সরকার পাড়া গ্রামের বাসিন্দা ইউসুফ আলী আর্থিক অভাবের তাড়নায় বাড়িঘর ছেড়ে চট্টগ্রামে একটি ভাড়া বাড়িতে স্ত্রী,ও দুই পুত্র সন্তান নিয়ে বসবাস করেন
ওখানকার একটা পোষাক কারখানায় স্বল্প বেতনে চাকরি করে তার একার রোজগারের অর্থ দিয়ে ৪ সদস্যের সংসার পরিচালনা করে আসছে
২ বছর বয়সী প্রথম পুত্র সন্তানের পর গত ৫ মাস পূর্বে তার ঘর আলোকিত করে জন্ম নিয়েছে এক ফুটফুটে দ্বিতীয় পুত্র সন্তান কিন্তু সে খুশি যেন এখনো পূর্ণতা পাইনি , দুশ্চিন্তা , ছেলের কান্না ,যনত্রনা যেন সে খুশিকে আড়াল করে রেখেছে
জন্ম থেকেই নানাবিধ অসুস্থতায় ভুগছে ছোট্ট শিশুটি স্থানীয় চিকিৎসায় শারীরিক উন্নতি না হওয়ায় অভিজ্ঞতা চিকিৎসকের শরনাপন্ন হলে চিকিৎসক নানাবিধ পরীক্ষা নিরীক্ষা শেষে নিশ্চিত হয়েছে শিশুটির হার্টে দুটি ছিদ্র এবং দুইটি ব্লক হয়েছে ।
চিকিৎসকের ভাষ্য মতে দ্রুত সময়ে অর্থাৎ এক মাসের মধ্যে তাকে ওপেন হার্ট সার্জারি করতে হবে যার ব্যায় ৭-৮ লক্ষ টাকার অধিক।
তিনি আরো শতর্কতা করেন যে শিশুটির শারিরীক অবস্থা খুব ই খারাপ অপারেশনে দেরি হলে বড় ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে
তাই দ্রুত সময়ের মধ্যে অপারেশন নিশ্চিত করতে হবে
পিতা ইউসুফ আলী ইতোমধ্যে ধারকর্য করে ছেলের চিকিৎসায় তার সর্বোচ্চ ব্যায় করে সর্বশান্ত প্রায় এখন চিকিৎসার জন্য ৭/৮ লক্ষ টাকার যোগাড় করাটা তার পক্ষে অসম্ভব প্রায়
তাই সমাজের বৃত্তবানদের প্রতি আকুল আবেদন করে বলেন আমি স্বল্প বেতনে একটা গার্মেন্টসে
চাকরি করে সংসার চালায়
কিন্তু ছেলেটার জন্মের পর থেকে একের পর এক অসুস্থতা পিছু ছাড়ছে না যতই কষ্ট হোক তার তো চিকিৎসা করতে হবে সেই থেকে এই পর্যন্ত নানা জায়গায় চিকিৎসা করিয়ে চলেছি নিজেরা খেয়ে না খেয়ে হলেও চিকিৎসা থামায়নি
কিন্তু আর পারছিনা । নিজের সর্বোচ্চ টুকু দিয়ে দিয়েছি এখন আমার ছোট্ট বাচ্চাটাকে সুস্থ করতে আপনাদের কাছে সাহায্য কামনা করছি
যে যতটুকু পারেন মাসুম বাচ্চাটার চিকিৎসায় এগিয়ে আসুন আমার একার পক্ষে আর সম্ভব হচ্ছে না। খুব কষ্ট হয় ওর যন্ত্রণা দেখলে
সমাজে যারা বৃত্তবান আছেন বা সেবা সংগঠন গুলো আছেন আপনারা আমাদের দিকে একটু
সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন দয়া করে ।
আমার কোন সম্পাদ ও নাই যে তাই বিক্রি করে
ওর চিকিৎসা করাবো
শিশুটির মা বলেন আমার ছোট্ট বাচ্চা মাত্র কয়েক মাস হলো পৃথিবীর মুখ দেখেছে ওর এত কষ্ট আমি সহ্য করতে পারিনা।
সারাদিন কান্নাকাটি করে কিছু খেতে চাইনা
খুব কষ্ট করে একটু খাওয়াই ।
ওকে ডাক্তার বলেছে আই সি ইউ তে রাখতে
শারীরিক অবস্থা ভালো না কিন্তু টাকার অভাবে তাও পারছি না ।
আর ওপেন হার্ট সার্জারি করতে হবে দ্রুত কিন্তু এত টাকা কিভাবে জোগাড় করবো ?
কোন উপায় নাই
আমার মাসুম বাচ্চাটার জন্য আপনারা একটুখানি দয়া করে সাহায্য করে নতুন একটি জীবন গড়তে সাহায্য করুন
আল্লাহ ভরসা ।
অসুস্থ শিশুটির বাবার সাথে সরাসরি যোগাযোগের নাম্বার
০১৮৬৯৪৯০৪২২ ( বিকাশ ও নগদ পার্সোনাল)