প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

ফুলছড়ির ব্রহ্মপুত্র নদে ডুবে নতুন বর আল আমিনের মৃত্যু

 মোঃ উজ্জ্বল সরকার ,গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে আল আমিন মিয়া (২২) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (২৭ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার ফজলুপুর ইউনিয়নের পশ্চিম খাটিয়ামারী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আল আমিন মিয়া ওই গ্রামের ফজল মিয়ার ছেলে। মাত্র এক সপ্তাহ আগে তার বিয়ে হয়েছিল। স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বন্ধুদের সঙ্গে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামেন আল আমিন। গোসলের একপর্যায়ে হঠাৎ গভীর পানিতে তলিয়ে যান তিনি। দীর্ঘক্ষণেও তাকে খুঁজে না পেয়ে স্থানীয়রা উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে মৃত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে ফজলুপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মুক্তার হোসেন জানান, এটি একটি অত্যন্ত দুঃখজনক দুর্ঘটনা। বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে। নিহতের মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন