প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

বেহুলা হইলা না

যুবক অনার্য

আসমান জমিন সাক্ষী রাইখা কইসিলাম-
তোমারে না পাইলে জীবনটা বরবাদ কইরা দিমু
কথা দিলাম তোমারে না পাইলে
জ্বালায়া পুড়ায়া সব ছারাখার কইরা ফালামু
শুধু তোমারে পাওয়া লাইগাই একটা জীবন
আজীবন খুনি হয়া বাঁইচা থাকুম।
তবুও তুমি চইলা গেলা
চইলা গিয়া যদি সুখ পাও তাইলেই আমি সুখী
আমি তোমারে পাইতে চাইলে কী হইবো
তুমি তো আমারে পাইতে চাও নাই
অথচ হাতে ধইরা কইসিলা-
আমি তোমার শুধুই তোমার
আমারে তোমার কইলজার মইধ্যে বাইন্দা রাখবা
কথা দেও আমারে ছাইড়া যাইবা না।
আমিও কথা দিসিলাম- দুইন্নার সব ছাইড়া দিলেও আমি তোমারে ছাড়ুম না
পরানের মইধ্যে পরান দিয়া বাইন্ধা রাখুম।
কিন্তু তবুও তুমি চইলা গেলা
তুমি কথা না রাখলে কি হইবো আমি তো কথা রাখসি
জ্বালায়া পুড়ায়া সব আন্ধার কইরা দিসি
তুমি কথা রাখো নাই
আমারে লখিন্দর বানায়া ভেলায় ভাসায়া দিলা
কিন্তু তুমি বেহুলা হইলা না
ভালোবাসলে এমনই হয়
অচিন পাখি খাচা ভাইঙ্গা উইড়া যায়
তবুও খাচার মরণ হয় না।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন