প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

আরএমপিতে কল্যাণ সভা অনুষ্ঠিত

মোঃ আফতাবুল আলম রাজশাহী: আজ ২৭ জুলাই ২০২৫, রবিবার সকাল ১০টায় রাজশাহী পুলিশ লাইন্স ড্রিল শেডে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের জুন’২৫ মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আরএমপির সম্মানিত পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। সভায় পুলিশ সদস্যরা তাঁদের বিভিন্ন সমস্যা, অভিজ্ঞতা ও কল্যাণ-সংক্রান্ত প্রস্তাবনা উপস্থাপন করেন। পুলিশ কমিশনার অত্যন্ত মনোযোগ সহকারে এসব সমস্যা ও কল্যাণমূলক প্রস্তাবনা শুনেন এবং যথাযথভাবে মূল্যায়ন করে তা দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট বিভাগসমূহকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। সভা শেষে বদলীজনিত এবং অবসরপ্রাপ্ত পুলিশ ও নন-পুলিশ সদস্যদের বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। বদলীজনিত বিদায় সংবর্ধনা গ্রহণ করেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জনাব শামসুল আরেফীন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারসহ অবসরজনিত ছুটিতে গমনরত ১ জন এসআই, ১০ জন কনস্টেবল ও ১ জন অফিস সহায়ক। পুলিশ কমিশনার তাদের অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তাদের অবসরোত্তর জীবনের সুস্বাস্থ্য কামনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ফোর্স) মোহাম্মদ মোস্তাফিজুর রহমানসহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ সদস্য ও সিভিল স্টাফবৃন্দ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন