প্রিন্ট এর তারিখঃ শনিবার ৪ অক্টোবর, ২০২৫ ১৯ আশ্বিন, ১৪৩২ ১১ রবিউস সানি, ১৪৪৭

আদর্শ শিক্ষকের প্রতিকৃত বুলবুল আহমেদ স্যার

 আজাদ হোসেন আওলাদ মিয়া, স্টাফ রিপোর্টারঃ কথায় আছে ‘শিক্ষায় যে বেশি শিক্ষিত সে তত বেশি উন্নত’। শিক্ষায় শিক্ষিত হয়ে একজন শিক্ষক হাজার শিক্ষার্থীকে শিক্ষা দেন। আলো ছড়ান শিক্ষা প্রতিষ্ঠান, এলাকা, সমাজ সর্বোপরি দেশজুড়ে। যার কথা বলছিলাম ‘তিনি হচ্ছেন কিশোরগঞ্জ শিশুনিকেতন স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক বুলবুল আহমেদ স্যার। বুলবুল স্যার হিসেবে পরিচিতি যার। বলা চলে শুধুমাত্র একজন শিক্ষক নন তিনি শিক্ষিত জাতি গড়ার কারিগর। জ্ঞানের কারিগর মানুষটি সবার কাছে অতি প্রিয়জন। আলোকিত মানুষ গড়ার লক্ষ্যে এবং সার্বিক সমাজ ব্যবস্থার উন্নতি সাধনের পূর্ব শর্তরূপে শিক্ষার গুরুত্ব উপলব্ধি করেই এই স্বনামধন্য শিক্ষক ব্রতী হয়েছেন জ্ঞান বিতরণের মহৎ দায়িত্ব পালনে। যা তিনি সাক্ষাৎ এ জানিয়েছেন প্রতিনিধিকে। অমায়িক, সদালাপী, কর্তব্যপরায়ণ, নিরহঙ্কার ও সজ্জন বুলবুল আহমেদ স্যার সকলের নিকট দোয়া কামনা করেন তাঁর পারলৌকিক জীবন যেন সুন্দর ও সুখময় হয়। বুলবুল আহমেদের মতো শিক্ষকেরা মানুষের মাঝে বেঁচে থাকুক অনন্তকাল।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন