প্রিন্ট এর তারিখঃ শনিবার ৪ অক্টোবর, ২০২৫ ১৯ আশ্বিন, ১৪৩২ ১১ রবিউস সানি, ১৪৪৭

✒️ সম্পাদক ও প্রকাশকের বাণী

বিসমিল্লাহির রাহমানির রাহিম

সকল প্রশংসা মহান আল্লাহ তায়ালার, যিনি আমাদের জ্ঞান, বুদ্ধি ও বিবেক দিয়ে সমাজ ও জাতির কল্যাণে কাজ করার তৌফিক দান করেন।

“দৈনিক কলম যোদ্ধা” কেবল একটি পত্রিকা নয়, এটি একটি অঙ্গীকার, একটি দায়িত্ববোধ, একটি সমাজ পরিবর্তনের হাতিয়ার। সাংবাদিকতা আমাদের কাছে শুধুমাত্র পেশা নয় – এটি আমাদের নৈতিক কর্তব্য। সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থে সংবাদ পরিবেশন আমাদের মূলমন্ত্র।

এই যুগে যখন তথ্যের বন্যা বইছে, তখন সত্য ও নির্ভরযোগ্য সংবাদ মানুষের সবচেয়ে বড় চাহিদা। আমরা বিশ্বাস করি, একটি সঠিক তথ্য একটি জাতিকে আলোকিত করতে পারে, আবার একটি মিথ্যা তথ্য সমাজে অস্থিরতা সৃষ্টি করতে পারে। তাই আমাদের অঙ্গীকার – যাচাই করে, দায়িত্বের সঙ্গে, মানুষের পক্ষে কলম চালানো।

“দৈনিক কলম যোদ্ধা” মানুষের মুখপাত্র হয়ে উঠুক – এখানেই আমাদের চেষ্টা, এখানেই আমাদের স্বপ্ন।

সবার ভালোবাসা ও সহযোগিতায় পত্রিকাটি আরও বহুদূর এগিয়ে যাবে—এই প্রত্যাশা রইল।

আন্তরিক ধন্যবাদ।

[মোঃ আনছারুজ্জামান রেজুয়ান  ইসলাম এম.এ]

সম্পাদক ও প্রকাশক

01717934449
দৈনিক কলম যোদ্ধা।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন