প্রিন্ট এর তারিখঃ শনিবার ৪ অক্টোবর, ২০২৫ ১৯ আশ্বিন, ১৪৩২ ১১ রবিউস সানি, ১৪৪৭

স্বামীর নির্যাতনের বিচার ও ভরণপোষণের দাবিতে দুই সন্তানের জননীর সংবাদ সম্মেলন

মোঃ শামীম হোসেন.দেওয়ানগঞ্জ জামালপুর প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জে স্ত্রীকে শারীরিক নির্যাতন ও সন্তানদের ভরণপোষণ না দেওয়ার অভিযোগ উঠেছে স্বামী আরিফের বিরুদ্ধে। এ ঘটনায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে স্ত্রী সুইটি। গত রোববার সকালে দেওয়ানগঞ্জ পৌর শহরের চরকালিকাপুর বাজারী পাড়া নির্যাতন কারি স্বামী আরিফের বাড়ীতে এক সাপ্তাহ অনশন করে সন্তানসহ সংবাদ সম্মেলনে স্বামী ও শাশুরী, চাচাশশুর,নোনাসের বিরুদ্ধে বক্তব্য দেন দুই সন্তানের জননী সুইটি। সুইটি সাংবাদিক দের বলেন, ২০১৪ সালে দেওয়ানগঞ্জ পৌর শহরের চরকালিকা পুর বাজারী পাড়ার বীর মুক্তি যোদ্ধা মরহুম রুহুল আমীন বাদশার ছেলে আরিফের সাথে আমার বিয়ে হয়। দাম্পত্য জীবনে আমাদের দুই টি ছেলে সন্তান রয়েছে। সংবাদ সম্মেলনে ভক্তভোগী দুই সন্তানের জননী সুইটি সাংবাদিকদের জানান,২০১৪ সালে ইসলামী শরিয়তমতে দেওয়ানগঞ্জ পৌর শহরের চরকালিকা পুর বাজারীপাড়ার বীর মুক্তি যোদ্ধা মরহুম রুহুল আমীনের ছেলে আরিফের সাথে বিবাহ হয়। দাম্পত্য জীবনে দুজন পুত্র সন্তান জম্ম গ্রহন করেন। পারিবারিক দ্বন্দ্ব কে কেন্দ্র করে ২০১৮ সালে আমাকে ডিভোর্স করেন। আমি ২ সন্তান নিয়ে বাবার বাড়ীতে দিনপাত করি। সন্তানদের ভরণপোষনের খরচ দেওয়ার কথা থাকলেও তিনি কোনো খরচ দেন না। গত কয়েক মাস থেকে আরিফ আমার সন্তানদের সাথে মোবাইল ফোনে কথা বলেন এবং আমাকে নিয়ে পুর্ণরায় সংসার করার কথা বলেন। গত ১৭ জুলাই আমার বড় ছেলে কে তার দাদি খবর দিয়ে তাদের বাড়ীতে আনে। তিন দিন পর আরিফ আমার ছোট ছেলে কে নিয়ে তাদের বাড়ীতে আসতে বললে আমি ২০ জুলাই বিকালে আরিফের বাড়ীতে আসলে আরিফ ও তার মা আছমাবেগম,চাচা মহিবুলহক যুবরাজ, বোন আশা আমাকে নির্যাতন করেন। নির্যাতনের বিচার ও সন্তানদের ভরণপোষনের দাবিতে আমি গত ৭ দিন যাবত তাদের বাড়ীতে অবস্হান করছি। আমি আপনাদের মাধ্যমে আমাকে নির্যাতন ও শ্লিহানি করার বিচার চাই। বিচার না পাওয়া পর্যন্ত আমি যাবো না।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন