প্রিন্ট এর তারিখঃ শনিবার ৪ অক্টোবর, ২০২৫ ১৯ আশ্বিন, ১৪৩২ ১১ রবিউস সানি, ১৪৪৭

“প্রকাশিত সংবাদের প্রতিবাদ”

 সোহানুল হক পারভেজ রাজশাহী বিভাগীয় প্রধান : তানোরে ভুয়া চিকিৎসায় প্রসূতির মৃত্যু, ধামাচাপার অভিযোগ শিরোনামে রাজশাহীর তানোরে মহানগর ক্লিনিকে ভুল চিকিৎসায় এক প্রসূতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার (১২ জুলাই) সকালে তালন্দ ইউনিয়নের দেউল গ্রামের আক্তারুল ইসলামের মেয়ে সুর্মিলা বেগম (১৮) প্রসব ব্যথা নিয়ে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখানকার স্বাস্থ্যকর্মীরা তার অবস্থা গুরুতর মনে করে রামেক হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। এনিয়ে বিভিন্ন প্রিন্ট মিডিয়া সহ যে নিউজটি প্রকাশিত হয়েছে সেটা মিথ্যা বানোয়াট এবং ভিত্তিহীন উদ্দেশ্যপ্রণোদিত। এক কুচক্র মহল আমার প্রতিষ্ঠান মহানগর ক্লিনিকের মান ক্ষুন্ন করার জন্য এ মিথ্যা নিউজটি করেছেন। আমি মহানগর ক্লিনিকের প্রতিষ্ঠাতা পরিচালক মনিরুল হাসান হেলাল এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং তিনি আরো জানান সাংবাদিকদেরকে মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে মান ক্ষুন্ন করার চেষ্টা করছেন। “প্রতিবাদকারী ” মো: মনিরুল হাসান হেলাল প্রতিষ্ঠাতা পরিচালক মহানগর ক্লিনিক এবং তানোর ক্লিনিক মালিক সমিতির সম্মানিত উপদেষ্টা।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন