প্রিন্ট এর তারিখঃ শনিবার ৪ অক্টোবর, ২০২৫ ১৯ আশ্বিন, ১৪৩২ ১১ রবিউস সানি, ১৪৪৭

‎গাইবান্ধায় ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স এর দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত:

মোঃ জাহিদ হোসেন জিমু,গাইবান্ধা : ২৬ই জুলাই ২০২৫, শনিবার জাতীয় পর্যায়ে শিশু অধিকার বাস্তবায়নকারী শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) গাইবান্ধা জেলা কমিটির আয়োজনে বার্ষিক সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।
‎
‎স্বাধীনতার রজত জয়ন্তী বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে, সেভ দ্য চিলড্রেন এর সহযোগিতায় উক্ত সভায় জেলা কমিটির এর ভারপ্রাপ্ত সভাপতি জান্নাতি সুরাইয়া আফরিনে সভাপতিত্বে বিগত বছরের কার্যক্রম নিয়ে আলোচনা পরে অনুমোদন করা হয় এবং পুরো নির্বাচন পরিচালনা করেন মশিউর রহমান মুছা।
‎
‎নির্বাচনের সময়ে উপস্থিত ছিলেন সেভ দ্য চিলড্রেন এর টেকনিক্যাল স্পেশালিস্ট- চাইল্ড পার্টিসিপেশন জনাব, মোঃ নাফিজ আবেদীন মিশুক।
‎
‎পরে জেলা কমিটির নতুন নেতৃত্ব গঠনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতক্ষ্য নির্বাচনের মাধ্যমে ১১ সদস্য বিশিষ্ট জেলা কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। নির্বাচনে ১১ টি পদের বিপরীতে ২৬ জন শিশু প্রতিদ্বন্দিতা করেন।
‎
‎নির্বাচন কার্যক্রম শেষে নবাগত কমিটির সদস্যরা শপথ বাক্য পাঠ করান সেভ দ্য চিলড্রেন এর জেলা ভলান্টিয়ার মো.আসফিকুর রহমান আসিফ। পরে পূর্বতন কমিটির নিকট হতে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহণ করেন নব নির্বাচিত কমিটির সদস্যরা।
‎
‎নব-নির্বাচিত কমিটির সদস্যরা হলেন সভাপতি পদে জান্নাতি সুরাইয়া আফরিন , সহ সভাপতি পদে মো: আশিক হোসেন , সাধারণ সম্পাদক পদে রাকিবুল ইসলাম রাকিব , সাংগঠনিক সম্পাদক পদে মো: সাইদুর হোসেন সাব্বির , যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোছা: সানজিদা খাতুন , শিশু সাংবাদিক (ছেলে) পদে মো: ইয়াছিন আরাফাত সরকার , শিশু সাংবাদিক (মেয়ে) পদে সুমাইয়া আক্তার , শিশু গবেষক (ছেলে) পদে৷ সাফওয়ান লতীফ জিতু , শিশু গবেষক (মেয়ে) পদে সুমাইয়া নাহার রকছি , শিশু সংসদ সদস্য (ছেলে) পদে সুদীপ্ত সাহা , শিশু সংসদ সদস্য (মেয়ে) পদে মোবাশ্বির আক্তার।
‎
‎সভায় আরো উপস্থিত ছিলেন এনসিটিএফ উপদেষ্টা, অনিক কুমার,আহসান হাবিব রিফাত,তুবা রহমান প্রমূখ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন