প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

সাঘাটা থানায় সিজু হত্যা: সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে গাইবান্ধায় উত্তাল মানববন্ধন-বিক্ষোভ।

‎মো: জাহিদ হাসান জিমু,গাইবান্ধা : গাইবান্ধার সাঘাটা থানার ভেতরে মো: সিজু মিয়া হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৬ জুলাই ২০২৫) বিকাল ৫টায় গাইবান্ধা জেলা পুলিশ সুপার কার্যালয়ের সামনে এলাকাবাসীর ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, থানার মতো একটি নিরাপদ স্থানে একজন নিরপরাধ ব্যক্তির মৃত্যু ন্যায়বিচারের প্রশ্ন তোলে। তারা অবিলম্বে নিরপেক্ষ তদন্ত, দোষীদের শাস্তি এবং নিহত সিজু মিয়ার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিলও বের করা হয়।এ সময় উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তি, স্বজন, যুব সমাজসহ শতাধিক মানুষ। তারা বিচার চাই সিজু হত্যার বিচার চাই” ইত্যাদি স্লোগান দেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন