প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

দেওয়ানগঞ্জে ‘জুলাই পুনর্জাগরণ’ উপলক্ষে শপথ গ্রহণ

মোঃ শামীম মিয়া:দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:

দেওয়ানগঞ্জে জুলাই পুনর্জাগরণে শপথ বাক্য পাঠ করান সহকারী কমিশনার (ভূমি) শামসুজ্জামান আসিফ:

‘রাষ্ট্র তোমার পাশে, সযত্নে গড়বো দেশ একসাথে; সমাজ মানে আমি, রাষ্ট্র মানে আমরা’—এই স্লোগানকে সামনে রেখে জামালপুরের দেওয়ানগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনের শপথ গ্রহণ’ অনুষ্ঠান।

শনিবার (২৬ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তন হলে এ আয়োজন করে উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা কার্যালয় ও মহিলা বিষয়ক অধিদপ্তর।

শতাধিক যুবক-যুবতী, নারী-পুরুষের অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত করা হয় কেন্দ্রীয় শপথ পাঠের আয়োজনকেও।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শামসুজ্জামান আসিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা নূরে ফাতেমা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সোহেল রানা এবং এনসিপি নেতা সৌরভ হাসান।

সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী কর্মকর্তা হাফেজ উদ্দিন।

আলোচনাসভা শেষে উপস্থিতদের শপথ বাক্য পাঠ করান সহকারী কমিশনার (ভূমি) শামসুজ্জামান আসিফ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন