প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫ ২৪শে আষাঢ়, ১৪৩২ ১২ই মহর্‌রম, ১৪৪৭

বারহাট্টায় ১৭কেজি গাঁজাসহ গ্রেফতার ১

বারহাট্টায় ১৭কেজি গাঁজাসহ গ্রেফতার ১ । নেত্রকোণা বারহাট্টায় থানা ১৭কেজি গাঁজাসহ মোঃ মোখলেছুর রহমান (২৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় ব্যবহৃত একটি সিএনজিও জব্দ করা হয়েছে। মোখলেছ জেলার মোহনগঞ্জ উপজেলার বড়কাশিয়া গ্রামের মোঃ মোস্তফা মিয়ার ছেলে। তাকে আজ সোমবার (১৬ অক্টোবর) আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে রবিবার (১৫ অক্টোবর) রাতে তাকে বারহাট্টা-গেরিয়াবাজার রাস্তার সিংধা ইউনিয়নের গেরিয়া মোড় থেকে গ্রেফতার করা হয়। জব্দ সিএনজি থানা হেফাজতে আছে। বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোকন কুমার সাহা এই তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, বুধবার এসআই মো: মুন্তাজ আলী সঙ্গীয়ফোর্সসহ গেরিয়া মোড় এলাকায় দায়িত্ব পালন করছিলেন। একপর্যায়ে গোপনসূত্রে খবর আসে যে, পার্শ্ববর্তী মোহনগঞ্জ থানা এলাকা থেকে কতিপয়ব্যক্তি সিএনজিতে করে গাঁজা নিয়ে আসছে। একসময় বেপরোয়া গতিতে ধেয়ে আসা একটি সিএনজি থামিয়ে তল্লাশী করা হয়। এ সময় সিএনজিটিতে থাকা তিনটি স্কুলব্যাগের ভিতর পলিথিনে মোড়ানো অবস্থায় ১৭কেজি গাঁজা পাওয়া যায়। সিএনজিটিতে চালক ছাড়াও যাত্রীবেশে তিন ব্যক্তি ছিলেন। তারা কৌশলে পালিয়ে গেছেন। ওসি খোকন কুমার সাহা বলেন, জব্দ সিএিনজিটির রেজিস্ট্রেশন করা নেই। পালিয়ে যাওয়া ব্যক্তিরা মাদকব্যবসায়ী বলে গ্রেফতার মোখলেছ জানিয়েছে। তাদের গ্রেফতারের চেষ্ঠা চলমান আছে।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন