প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

জামালপুরে “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ” অনুষ্ঠিত

মোঃ শামীম মিয়া :স্টাফ রিপোর্টার

“জুলাই পুনর্জাগরণ” উপলক্ষে দেশব্যাপী অনুষ্ঠিত লাখো কণ্ঠে ভার্চুয়াল শপথ পাঠ কার্যক্রমে জামালপুর জেলা একাত্মতা প্রকাশ করেছে। শনিবার (২৬ জুলাই) সকাল ৯:৩০টায় জামালপুর, জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই আয়োজনে সমাজ গঠনে শপথ গ্রহণ এবং নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে এক সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়।

ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠানটির প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা শারমীন এস. মুরশিদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব হাছিনা বেগম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা, জামালপুর।

পুলিশ সুপার তাঁর বক্তব্যে নারীদের অধিক সচেতন ও প্রতিবাদী হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “নারীদের নিজেদের অধিকার রক্ষায় শক্ত অবস্থান নিতে হবে। সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে হলে নারী-পুরুষ নির্বিশেষে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।”

অনুষ্ঠানে সদর উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত “জুলাই শহীদ পরিবারের” সদস্যসহ প্রায় শতাধিক নাগরিক অংশগ্রহণ করেন। তাঁরা সকলে ব্যক্তিগত ও সামাজিক দায়িত্ব পালনের অঙ্গীকার করে শপথ গ্রহণ করেন।

এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

এই আয়োজনের মধ্য দিয়ে জেলার সর্বস্তরের মানুষের মধ্যে সমাজে সচেতনতা ও দেশপ্রেম জাগ্রত করার একটি বলিষ্ঠ বার্তা পৌঁছে দেওয়া হয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন