প্রিন্ট এর তারিখঃ শনিবার ৪ অক্টোবর, ২০২৫ ১৯ আশ্বিন, ১৪৩২ ১১ রবিউস সানি, ১৪৪৭

দুর্ঘটনায় আহত তফিজুল চান বিত্তবানদের সহযোগীতা

মোঃ ইউসুফ আলী , দিনাজপুর প্রতিনিধি ।

দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ১০ নং মোহন পুর ইউনিয়নের ভগীরপাড়া গ্রামের বাসিন্দা মোঃ তফিজুল ইসলাম পিতাঃ কালুয়া শাহা প্রায় ২০ দিন আগে ঢাকায় রিক্সা চালাতে গিয়ে মারাত্বক দুর্ঘটনার স্বীকার হয়ে তার একটি পা ভেঙ্গে যায় । ভিটে মাটিহীন তফিজুল থাকেন অন্যের জমিতে। দুই মেয়ে নিয়ে ( একজন প্রতিবন্ধী ) চার সদস্যের পরিবারে একমাত্র উপার্জনশীল ব্যক্তি সে । কিন্তু দুর্ঘটনায় তার একটি পা ভেঙ্গে যাওয়ায় টাকার অভাবে না পারছে চিকিৎসা করাতে না পারছেন উপার্জন করে সংসার চালাতে । দেখাশোনার লোক না থাকায় বর্তমানে অবস্থান করছেন শতগ্রাম ইউনিয়নের পুর্ব দেবারুপাড়া গ্রামে বোন লতিফার বাড়ীতে । তার স্ত্রী ও বোন মানুষের নিকট হতে প্রাথমিক কিছু সাহায্য সহযোগীতা নিয়ে সাময়িক চিকিৎসার ব্যবস্থা করলেও ডাক্তার বলেছে তার পায়ের চিকিৎসায় ব্যয় হবে এক লক্ষ বিশ হাজার টাকার মতো। অসহায় তফিজুলের পক্ষে এতো টাকার যোগান দেয়া কোন মতেই সম্ভব নয়। তার উপরে আছে আবার চারজনের সংসারে ভোরনপোষন। সবমিলিয়ে দিশেহারা অবস্থায় তার পরিবার। এমতাবস্থায় সমাজের বিত্তবান দয়াবান ব্যক্তি ও প্রতিষ্ঠানের নিকট হতে সাহায্যের প্রার্থনা করেছেন তফিজুলের পরিবার।
সাহায্য পাঠাতে সরাসরি অথবা বিকাশ + নগদ নাম্বার -01764-478471 এই নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করেছেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন