প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ ধরতে গিয়ে ২জেলে আটক

নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ ধরতে গিয়ে ২জেলে আটক । কক্সবাজারের মহেশখালী উপজেলাধীন কোহেলিয়া নদীতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ মাছ ধরতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ২ জেলে আটক হয়েছে। ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষার লক্ষ্যে মাতারবাড়ী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ গোলাম মোস্তফা পৃথকভাবে অভিযান পরিচালনা করেছে।  রবিবার (১৫অক্টোবর) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত মহেশখালী থানাধীন হোয়ানক ইউনিয়নস্থ জারিখালের মুখ বরাবর কোহেলিয়া নদীর সাগর মোহনায় দক্ষিন পাশে, হোয়ানক ইউনিয়নের অংশে বিভিন্ন এলাকা থেকে অবৈধ মেহেন্দি জালসহ দুইজন জেলেকে আটক করে। আটকৃতরা হলেন, উপজেলার কালারমারছড়া ইউনিয়নের নয়াপাড়া গ্রামের মৃত ওমর সুলতানের পুত্র মোঃ শওকত আলী(৩০) অপরজন একই ইউনিয়নের নোনাছড়ি গ্রামের কবির আহম্মদের পুত্র মোঃ আব্দুর রহিম (৩২)৷ ফাঁড়ির ইনচার্জ ও মামলার বাদী গোলাম মোস্তফা বলেন, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ ধারায় নিষিদ্ধ সময়ে অবৈধ মেহেন্দি জাল দিয়ে ইলিশ ও মৎস আহরন করার অপরাধে ১ ঘোড়া বিশিষ্ট ইঞ্জিন চালিত ০১ টি পুরাতন কাঠের তৈরি নৌকা, একটি অবৈধ ২,০০০ বর্গমিটার মেহেন্দি জাল জব্দ করা হয় ৷ আসামীদের এ অপরাধে মামলা দিয়ে থানায় হস্তান্তর করা হয় ৷

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন