প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

জয়পুরহাটে ১২৭ কোটি টাকা ব্যায়ে ৪ টি নদী খননের উদ্বোধন

জয়পুরহাটে ১২৭ কোটি টাকা ব্যায়ে ৪ টি নদী খননের উদ্বোধন করলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।জয়পুরহাটে তুলসীগঙ্গা, ছোট যমুনা, চিরি ও হারাবতী নদী পূর্ণ খনন প্রকল্পের আওতায় কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা সারে ১১ টায় ক্ষেতলাল উপজেলার তুলসীগঙ্গা নদীর বাধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালে উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন জয়পুরহাট পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী সাখাওয়াত হোসেন, ক্ষেতলাল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাহারুল ইসলাম, জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বম্বু ইউপি চেয়ারম্যান মোল্লা শামসুল আলম, তুলসীগঙ্গা ইউপি চেয়ারম্যান বজলুর রহমান খান,মামুদপুর ইউপি চেয়ারম্যান মশিউর রহমান শামীম, জয়পুরহাট পানি উন্নয়ন বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী ইমরান হোসেন সহ অনন্যরা। এ প্রকল্পে ৪ টি নদীতে পুর্নখনন বাবদ ১২৭ কোটি টাকা ব্যয়ে কাজ সম্পূর্ণ করা হবে। ১৬ অক্টোবর ২০২৩ ইং জয়পুরহাট

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন