প্রিন্ট এর তারিখঃ বুধবার ২৩শে জুলাই, ২০২৫ ৮ই শ্রাবণ, ১৪৩২ ২৭শে মহর্‌রম, ১৪৪৭

টাংগাইল মির্জাপুরের তরফপুর গ্রামে ফিরোজ মিয়া নামে প্রবাসী খুন

মো:মিজানুর রহমান

স্টাফ রিপোর্টার
টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলাধীন তরফপুর গ্রামে ২১/৭/২০২৫ সোমবার দিবাগত রাতে ফিরোজ মিয়া নামে এক প্রবাসী নির্মমভাবে খুন হয়েছে। সে তরফপুর গ্রামের মৃত জাহাঙ্গীর আলীর একমাত্র ছেলে।
নিহতের পরিবার হতে জানানো হয়, গত রমজান মাসে ফিরোজ মিয়া ছুটি নিয়ে দেশের বাড়িতে আসেন। এ কয় মাস যাবত সে দেশের বাড়িতেই অবস্থান করে আসছিল। গতকাল সোমবার সন্ধ্যা ৭টার সময় মায়ের সাথে রাতের খাবার খাওয়ার পর বাড়ি হতে বের হয়ে যায় ফিরোজ মিয়া। তার মাও একপর্যায়ে ঘুমিয়ে পড়েন। আজ মঙ্গলবার ভোর ৬টার সময় পাশের বাড়ির ধান ক্ষেতের কিনারে ফিরোজ মিয়াকে মৃত অবসথায় পড়ে থাকতে দেখে তার বাড়িতে খবর দেন এক মহিলা। মুহূর্তের মধ্যে খবর চারদিকে ছড়িয়ে পড়ে এবং এলাকার লোকজন সেখানে জড়ো হতে থাকে। নিহত ফিরোজ মিয়ার মাথায় ও মুখে স্পষ্টত আঘাতের চিহ্ন ছিল। সংবাদ পেয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো:রাশেদুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হন।ঘটনাস্থল পরিদর্শন করার পর লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল প্রেরণ করার ব্যবস্থা গ্রহণ করেন তিনি।
পরিবারের পক্ষ হতে আরও দাবি করা হয় যে, ফিরোজ মিয়াকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। বেশ কিছুদিন যাবৎ ফিরোজ মিয়াকে হত্যার হুমকি দিয়ে আসছিল একই গ্রামের কয়েকজন। ভয়ে ফিরোজ মিয়া ৭/৮ দিন ঘর থেকে বের হয়নি। উল্লেখ্য, ফিরোজ মিয়ার সাথে পাশের বাড়ির রুনা আক্তারের ছোটবেলা থেকেই প্রেমের সম্পর্ক ছিল।
ফিরোজ মিয়া প্রবাসে থাকাকালীন ২৬ বছর আগেই একই গ্রামের দেলোয়ার হোসেনের সাথে তার বিয়ে হয়ে যায়। ফিরোজ মিয়া দেশে ফিরে এসে রুনার বিয়ের কথা জানতে পারে। বিয়ের পরেও রুনা আক্তার ফিরোজ মিয়ার সাথে
প্রেমের সম্পর্ক বজায় রেখে চলে। এত বছর পরেও
তাদের সম্পর্কে ভাটা পরেনি এক চুলও। প্রেমের প্রমাণ দিতে গিয়েফিরোজ মিয়া অদ্যাবদি বিয়ে করেনি । রুনা আক্তারের স্বামী দেলোয়ার হোসেন নিজেও একজন প্রবাসী। এই সুযোগে ফিরোজ মিয়া ও রুনা আক্তার একে অন্যের সাথে নিয়মিতভাবে দেখা করত। মুঠো ফোনে হর হামেশা কথা বলা মেসেজ আদান প্রদান করা ছিল তাদের নিত্যনৈমিত্তিক ব্যাপার। রুনা আক্তার কথাগুলো অকপটে স্বীকার করে নিয়েছেন। ফিরোজ মিয়ার মৃত্যু সংবাদ শুনে রুনা আক্তার কান্নায় ভেঙে পড়ে। তবে কে বা কাহারা ফিরোজ মিয়াকে হত্যা করেছে এ ব্যাপারে সে নিশ্চিত ভাবে কিছু বলতে পারেনি। রুনা আক্তাদের সাথে দীর্ঘদিন যাবৎ পরকীয়ার জেরেই খুন হয়েছে ফিরোজ মিয়া এমনটি এলাকাবাসীর অভিমত।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত মির্জাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন