প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫ ২৪শে আষাঢ়, ১৪৩২ ১২ই মহর্‌রম, ১৪৪৭

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ করার লক্ষ্যে দাকোপ থানার উদ্যোগে বিভিন্ন মন্দির পরিদর্শনসহ আলোচনা ও মত বিনিময় সভা

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ করার লক্ষ্যে দাকোপ থানার উদ্যোগে বিভিন্ন মন্দির পরিদর্শনসহ আলোচনা ও মত বিনিময় সভা । আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৩ উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে খুলনার দাকোপ থানার উদ্যোগে বিভিন্ন মন্দির পরিদর্শনসহ আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দাকোপ থানার অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত তিনি দাকোপের সকল ইউনিয়নের পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং পরিদর্শন কালে তিনি পূজা মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। এবার দাকোপে ৮৪ টি পূজা মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে বলে তিনি জানান। প্রতিটি মন্ডপে যাতে সুন্দর ভাবে পূজা উৎযাপন হয় তার জন্য থানার অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত প্রশাসনিক নিরাপত্তা জোরদার করেছেন বলে জানান। তিনি আরো বলেন আলোচনা ও মতবিনিময় সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে পূজা উদযাপন পরিষদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের বিভিন্ন সমস্যা ও সেগুলোর সমাধান নিয়ে আলোচনা করা হয়। শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বীগ্ন করার লক্ষে সকলের সহযোগিতায় দাকোপ প্রতিবছরের ন্যায় এবারও শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠানের আশাবাদ ব্যক্ত করেন। এসময় তিনি হিন্দু সম্প্রদায়ের উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, কোনরকম গুজবে কান না দিয়ে কোন তথ্য থাকলে দ্রুত আমাদের জানাবেন। আমরা ২৪ ঘন্টা আপনাদের সহযোগিতা করার জন্য এবং শারদীয় দুর্গাপূজার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রস্তুত। এসময় তিনি পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের প্রতি বিভিন্ন রকমের দিকনির্দেশনা প্রদান করেন এবং পূজা মন্ডপের উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপনের পরামর্শ দেন।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন