প্রিন্ট এর তারিখঃ বুধবার ২৩শে জুলাই, ২০২৫ ৮ই শ্রাবণ, ১৪৩২ ২৭শে মহর্‌রম, ১৪৪৭

নওগাঁর মহাদেবপুরে মন্ডল টের্ডাসের “নকল কীটনাশক” বিক্রিরঅভিযোগে নুরুল আমিনের একলাখ টাকা জরিমানা

উজ্জ্বল কুমার সরকার জেলা প্রতিনিধি নওগাঁ

নওগাঁর মহাদেবপুরে নকল ভেজাল ও নিষিদ্ধ কীটনাশক বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীর এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত ।

জানা গেছে,ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুজ্জামান সোমবার সার পট্রিতে অভিযান চালিয়ে নকল ভেজাল ও নিষিদ্ধ কীটনাশক বিক্রির অভিযোগে মের্সাস মন্ডল টের্ডাসের মালিক মো: নুরুল অমিনের এক লাখ টাকা জরিমানা করেন।

অভিযানে উপজেলা কৃষি অফিসার হুসাইন মুহম্মদ এরশাদ উপস্থিত ছিলেন এ সময় ওই দোকান থেকে ১৩৩ কাটুন নকল ও ভেজাল কীটনাশক জব্দ করা হয় । নওগাঁ #

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন