প্রিন্ট এর তারিখঃ শনিবার ৪ অক্টোবর, ২০২৫ ১৯ আশ্বিন, ১৪৩২ ১১ রবিউস সানি, ১৪৪৭

নওগাঁর মহাদেবপুরে মন্ডল টের্ডাসের “নকল কীটনাশক” বিক্রিরঅভিযোগে নুরুল আমিনের একলাখ টাকা জরিমানা

উজ্জ্বল কুমার সরকার জেলা প্রতিনিধি নওগাঁ

নওগাঁর মহাদেবপুরে নকল ভেজাল ও নিষিদ্ধ কীটনাশক বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীর এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত ।

জানা গেছে,ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুজ্জামান সোমবার সার পট্রিতে অভিযান চালিয়ে নকল ভেজাল ও নিষিদ্ধ কীটনাশক বিক্রির অভিযোগে মের্সাস মন্ডল টের্ডাসের মালিক মো: নুরুল অমিনের এক লাখ টাকা জরিমানা করেন।

অভিযানে উপজেলা কৃষি অফিসার হুসাইন মুহম্মদ এরশাদ উপস্থিত ছিলেন এ সময় ওই দোকান থেকে ১৩৩ কাটুন নকল ও ভেজাল কীটনাশক জব্দ করা হয় । নওগাঁ #

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন