প্রিন্ট এর তারিখঃ বুধবার ২৩শে জুলাই, ২০২৫ ৮ই শ্রাবণ, ১৪৩২ ২৭শে মহর্‌রম, ১৪৪৭

ম্যারিকো ও সুইডেন দূতাবাসের আর্থিক সহায়তায় নারীদের মাঝে নারিকেল গাছ বিতরণ

দেওয়্নগঞ্জ প্রতিনিধি: উৎপাদনশীল ও সম্ভাবনাময় কর্মে নারীর অংশগ্রহণ এবং সক্ষমতা উন্নয়ন (স্বপ্ন–২) প্রকল্পের আওতায় জামালপুর জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলায় স্থানীয় সরকার, ইউএনডিপি, ম্যারিকো ও সুইডেন দূতাবাসের আর্থিক সহায়তায় আয়বর্ধক কার্যক্রমের অংশ হিসেবে নারীদের মাঝে নারিকেল গাছ বিতরণ করা হয়েছে। যেসব নারী উপকারভোগীদের নিজস্ব বসতভিটা রয়েছে এবং যেখানে রৌদ্রোজ্জ্বল পরিবেশে নারিকেল গাছ রোপণ করা সম্ভব, তাদের প্রত্যেককে ১টি করে এবং প্রকল্প এলাকার প্রতিটি ইউনিয়ন পরিষদে ২টি করে নারিকেল গাছ বিতরণ করা হয়। এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্দেশ্য হলো—বিপদাপন্ন ও ঝুঁকিপূর্ণ দরিদ্র নারী উপকারভোগীদের টেকসই জীবিকায়নের মাধ্যমে স্থানীয় বাজার ব্যবস্থায় অংশগ্রহণ ও প্রবেশাধিকার বৃদ্ধি করা। স্বপ্ন–২ প্রকল্পের এই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন ইসলামপুর উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনেয়ার খাতুন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা ও উপকারভোগীগণ।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন