প্রিন্ট এর তারিখঃ শনিবার ৪ অক্টোবর, ২০২৫ ১৯ আশ্বিন, ১৪৩২ ১১ রবিউস সানি, ১৪৪৭

লেঙ্গায় ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়ছের সম্পাদক রাশেদ

মাছুদুর রহমান মিলন:“দুনিয়ার মজদুর এক হও, শ্রমিক ঐক্য জিন্দাবাদ” স্লোগানের মধ্য দিয়ে টাঙ্গাইল জেলা সড়ক পরিবহন ওয়ার্কসপ শ্রমিক ইউনিয়ন এলেঙ্গা আঞ্চলিক শাখার উদ্যোগে বিশেষ সাংগঠনিক সভা ও নতুন কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২১ জুলাই) এলেঙ্গা আঞ্চলিক শাখা কার্যালয়ের সামনে বিশেষ সাংগঠনিক আলোচনা সভা আয়োজন করে। প্রথম পর্বের অনুষ্ঠানে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন জেলা কমিটি। এরপর সকল সদস্যের সর্বসম্মতিক্রমে দ্বিতীয় পর্বে সংগঠনটির নতুন কমিটির অনুমোদন দেন জেলা কমিটি। এলেঙ্গা বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবদুল হালিম সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা সড়ক পরিবহন ওয়ার্কসপ শ্রমিক ইউনিয়ন টাঙ্গাইলের সভাপতি মাসুম খান, সহ-সভাপতি হাসু, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সামাল, এলেঙ্গা পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন ফকির, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মিনু, এলেঙ্গা পৌর যুবদলের আহ্বায়ক আব্দুল বাতেন, এলেঙ্গা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বাংলাদেশ স্থলবন্দর কুলি শ্রমিক ফেডারেশনের সাবেক তথ্য সম্পাদক উজ্জ্বল সরকার, টাঙ্গাইল জেলা হকার্স শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফয়েজ উদ্দিন মোল্লা, ছাত্র নেতা মেহেদী হাসান প্রমুখ। প্রথম পর্বের আলোচনা শেষে জেলা শাখার সাধারণ সম্পাদক এলেঙ্গা শাখা কমিটির বিলুপ্ত ঘোষণা করার পর দ্বিতীয় পর্বে সংগঠনের উপস্থিত সদস্যদের সর্বসম্মতি ক্রমে মো: ময়ছের প্রামাণিককে সভাপতি ও রাশেদুল হাসান রাশেদকে সাধারণ সম্পাদক করে টাঙ্গাইল জেলা সড়ক পরিবহন ওয়ার্কসপ শ্রমিক ইউনিয়ন এলেঙ্গা শাখার ২২ সদস্য বিশিষ্ট নতুন কমিটি অনুমোদন করেন জেলা কমিটি। প্রচুর বৃষ্টি অপেক্ষা করেও সদস্যরা প্রাণবন্ত উপস্থিতি সংগঠনকে জাগিয়ে তুলেছে। মধ্যাহ্ন ভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন