প্রিন্ট এর তারিখঃ শনিবার ৪ অক্টোবর, ২০২৫ ১৯ আশ্বিন, ১৪৩২ ১১ রবিউস সানি, ১৪৪৭

পলাশবাড়ীতে গৃহবধূ শম্পা হত্যায় জড়িত আসামীদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভমিছিল ও মানববন্ধন

গাইবান্ধার পলাশবাড়ীতে যৌতুকের দাবিতে গৃহবধূ

শম্পা আক্তারকে(২৩)বেদম মারপিটসহ শ্বাসরুদ্ধ
করে নির্মমভাবে হত্যা করে মুখে কীটনাশক ঢেলে
আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার সাথে জড়িতদের
গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত শাস্তির দাবীতে এক মানব-
বন্ধন অনুষ্ঠিত হয়####
রোববার(২০ জুলাই)বিকেলে অত্র এলাকাবাসীর
উদ্যোগে পৌরশহরে একটি বিক্ষোভ মিছিলসহ এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।বিক্ষোভকারীরা শম্পা
হত্যার সাথে জড়িত খুনিদের ফাঁসির দাবী করেন।
এসময় শম্পার পিত্রালয়ের পরিবার-পরিজন এবং আত্মীয়-স্বজনরা বক্তব্য রাখেন#####$
এব্যাপারে থানায় একটি হত্যা মামলা হলেও চিহ্নিত
আসামী গ্রেফতার না হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী এ
বিক্ষোভ ও মানববন্ধনের আয়োজন করেন।পরে বিক্ষোভকারী থানায় পৌঁছে থানা অফিসার ইনচার্জ
কে বিষয়টি অবগত করেন।এসময় তিনি দ্রুত আসা####
মীদের গ্রেফতারের আশ্বাস প্রদান করেন।
উল্লেখ্য; গত ১৩ জুলাই পলাশবাড়ী পৌরশহরের
শিমুলিয়া গ্রামের এক সন্তানের জননী গৃহবধূ শম্পা
আক্তারকে যৌতুকের কারণে হত্যা করে বলে জানা
যায়।তবে ওই গৃহবধু আত্মহত্যা করেছে না হত্যা করে####
আত্মহত্যা বলে প্রচার করা হচ্ছে এনিয়ে এলাকায়
নানামুখি গুঞ্জনসহ মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
নিহত শম্পা উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের
কাতুলী গ্রামের ইসলাম মিয়ার মেয়ে##$$$@

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন