প্রিন্ট এর তারিখঃ বুধবার ২৩শে জুলাই, ২০২৫ ৮ই শ্রাবণ, ১৪৩২ ২৭শে মহর্‌রম, ১৪৪৭

নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে প্রাণ গেল বৃদ্ধের

আনোয়ার হোসেন (লিটন)

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর নিয়ামতপুরে পানির গাড়ির নিচে চাপা পড়ে আলতাব আলী কবিরাজ(৫৫)নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। রবিবার(২০জুলাই) বেলা ১১টা দিকে বালাতৈড় ফুটবল মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত আলতার আলী কবিরাজ নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বদলপুর গ্রামের মৃত জেহার আলী কবিরাজের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে১১টার দিকে বলাতৈড় ফুটবল মাঠ এলাকায় রাস্তা পাকা করণের কাজে ব্যবহৃত পানির গাড়ি রাস্তায় পানি দেওয়ার সময় আলতাব হোসেন সাইকেল নিয়ে বালাৈতড় মোড়ে যাওয়ার পথে ধাক্কা লেগে ওই পানির গাড়ির চাকার নিচে পড়ে মারাত্মকভাবে আহত হন।
স্হানীয়রা উদ্ধার করে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে সেখানে তাঁর মৃত্যু হয়।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান  বলেন, এই বিষয়ে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
#২০ জুলাই ২০২৫ ইং

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন