প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

তিস্তা সেচ ক্যানেলের পার ভেঙে পানি ঢুকছে ফসলি জমিতে

আজাদ হোসেন আওলাদ মিয়া, স্টাফ রিপোর্টারঃ (স্থানীয় কৃষকদের মাঝে উৎকণ্ঠা, দ্রুত সংস্কারের দাবি) নীলফামারী জেলার কালীতলা খালুয়ার পুল সংলগ্ন এলাকায় তিস্তা সেচ প্রকল্পের আওতাধীন একটি গুরুত্বপূর্ণ ক্যানেলের প্রায় ৪০ ফুট জায়গাজুড়ে পার ভেঙে পড়েছে। এতে ক্যানেলের পানি পাশ্ববর্তী ফসলি জমিতে ঢুকে পড়ায় কৃষকদের মাঝে চরম উৎকণ্ঠা বিরাজ করছে। স্থানীয় কৃষকদের অভিযোগ, ক্যানেলের পার দীর্ঘদিন ধরেই অবহেলিত ছিল। নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে পার ভেঙে পড়েছে, যা এখন ধানের চারা সহ অন্যান্য ফসলের ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। একজন কৃষক বলেন, “ক্যানেল ভেঙে যাওয়ায় আমাদের জমিতে অতিরিক্ত পানি প্রবেশ করছে। এতে ধানের চারা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। দ্রুত সংস্কার না হলে বড় ধরনের ফসলহানি ঘটবে।” এলাকাবাসীর দাবি, পানি উন্নয়ন বোর্ড বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনও পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি। তাঁরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তবে নীলফামারী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আতিকুল ইসলাম জানিয়েছেন, “ভাঙা অংশটি জিও বস্তা দিয়ে জরুরি ভিত্তিতে মেরামতের কাজ চলছে। দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে।” স্থানীয়রা দ্রুত স্থায়ীভাবে মেরামতের দাবিতে জোরালো আহ্বান জানিয়েছেন, যেন আগামী মৌসুমে চাষাবাদ বিঘ্নিত না হয়।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন