মোঃ শামীম মিয়া:দেওয়ানগঞ্জ জামালপুর প্রতিনিধি:
প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ মালিহা ইকোপার্ক এখন স্থানীয় পর্যটকদের কাছে এক জনপ্রিয় বিনোদনকেন্দ্রে পরিণত হয়েছে। সবুজ বন, নির্মল বাতাস ও জীববৈচিত্র্যে ভরপুর এই পার্কে প্রতিদিন শত শত দর্শনার্থীর আগমন ঘটছে।
স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে গড়ে উঠা এই পার্কে রয়েছে হাঁটার পথ, বসার স্থান, শিশুদের খেলার ব্যবস্থা ও প্রাণীবৈচিত্র্য পর্যবেক্ষণের সুযোগ। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রায়শই শিক্ষাসফরের অংশ হিসেবে এখানে ভ্রমণে আসে।
দর্শনার্থীরা বলছেন, এমন একটি ইকোপার্ক শুধু বিনোদনের জায়গা নয়, বরং পরিবেশ সচেতনতা ও প্রাকৃতিক সৌন্দর্যকে সংরক্ষণের একটি উদ্যোগও। অনেকে পরিবার-পরিজন নিয়ে ছুটির দিনে এখানে সময় কাটাতে আসেন।
পর্যটকদের সুবিধার্থে আরো উন্নত অবকাঠামো, স্যানিটেশন ও নিরাপত্তা ব্যবস্থা উন্নয়নের দাবি জানানো হয়েছে।
চাইলে আমি এটাকে প্রেজেন্টেশন বা প্যারাগ্রাফ আকারেও সাজিয়ে দিতে পারি। বলো কীভাবে দরকার?