প্রিন্ট এর তারিখঃ শনিবার ৪ অক্টোবর, ২০২৫ ১৯ আশ্বিন, ১৪৩২ ১১ রবিউস সানি, ১৪৪৭

নওগাঁর রাণীনগর থানা গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সভাপতি জাকির, সম্পাদক টনি

মোঃ আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রাণীনগর থানা গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত উৎসব মুখর ও শান্তিপূর্ন পরিবেশে উপজেলা সদরের বরেন্দ্র গেট এলাকায় গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এ নির্বাচনে মো. জাকির হোসেন (ছাতা প্রতীক) ২৫৬ ভোট পেয়ে সভাপতি ও নাছির উদ্দিন টনি (আনারস প্রতীক) ২০৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এছাড়া সাদেকুল ইসলাম শাজাহান ও আব্দুস ছালাম সহ-সাধারণ সম্পাদক এবং তরিকুল ইসলাম আকাশ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় মো. মুন্টু সহ-সভাপতি, মো. বুলবুল সহ-সাংগঠনিক সম্পাদক, আশরাফুল অর্থ সম্পাদক, মাসুদুর রহমান দপ্তর সম্পাদক, বাবু প্রামানিক প্রচার সম্পাদক ও মো. ফজলু এবং মো. বুলবুল বুলু কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হন।

নির্বাচনে পিজাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন রাণীনগর মহিলা কলেজের সহকারী অধ্যাপক শাহজাহান। তিনি জানান, এই নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৪৬১ জন। এর মধ্যে ৩৬৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন