প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

খাস জমি নিয়ে বিরোধের জের ধরে কুপিয়ে হত্যা

খাস জমি নিয়ে বিরোধের জের ধরে কুপিয়ে হত্যা । রাজবাড়ী জেলা বালিয়াকান্দি থানার নারুয়া ইউনিয়নের কোনা গ্রামে ১৫ অক্টোবর (রবিবার) রাত ৭/ ৮ টায় এই ঘটনা ঘটে। জানা যায় জনৈক মুন্না আজিজ মহাজন (৪৫) পিতা মৃত আজের মহাজন গ্রাম কোনাগ্রাম থানা বালিয়াকান্দি জেলা রাজবাড়ী রাত অনুমান ১১.০০ দিকে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে মারা যায়। কোনা গ্রাম এর দক্ষিণ পাশে গড়াই নদী সংলগ্ন ১০ একরের উপরে খাস জমি আছে। উক্ত খাস জমিকে কেন্দ্র করে কোনা গ্রামের দুইটি পক্ষের মধ্যে দীর্ঘ দিন বিরোধ চলে আসছিলো এক পক্ষে রয়েছে নিহত আজিজ মহাজন, আব্দুর রহমান মহাজন সহ ২০/২৫ জন। অপর পক্ষে রেজাউল মহাজন খোরশেদ মহাজন শাহাদত হোসেন সহ ২০/২৫ জন। উভয় পক্ষের মধ্যে উক্ত খাস জমি নিয়ে ৮-১০ বছর যাবত বিরোধ চলিয়া আসছে প্রতি বছর উক্ত খাস জমিনেকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটে, এবং উভয় পক্ষের মধ্যে মামলা মোকদ্দমা চলমান। মুন্না আজিজ মহাজন (৪৫) রাত অনুমান ৮ ঘটিকার সময় একই গ্রামে কোনা গ্রাম পশ্চিম পাড়া তাঁর আপন ভাই আব্দুর রহমান মহাজন নিকট হইতে কিছু টাকা নিয়া মোটরসাইকেল যোগে নিজ বাড়ি ফেরার পথে জনৈক তৈয়ব লস্কর এর বাড়ির সামনে পৌঁছালে রাস্তায় বাঁশ ফেলে মোটরসাইকেলের গতি রোধ করে এবং শাহাদত মন্ডল, রেজাউল মহাজন , খোরশেদ, পান্নু মহাজন, রাব্বি মন্ডল, রাসেল মন্ডল শরিফুল সহ অজ্ঞাত আরো ৭/৮ জন মিলে আজিজ মহাজনকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর রক্তাক্ত যখম করে। ভিকটিম আজিজ মহাজনের ডাক চিৎকারে লোকজন এসে দ্রুত বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক ভিকটিম আজিজ মহাজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে প্রেরণ করেন। ফরিদপুর মেডিকেল হাসপাতালে নেওয়ার পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করেন। ঢাকা নেওয়ার পথে পদ্মা সেতু পার হওয়ার পর আজিজ মহাজন মারা যায় বলে জানা যায়। অফিসার্স ইনচার্জ বালিয়াকান্দি এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।আসামি গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। এলাকায় থমথমে উত্তেজনা বিরাজ করছে। পক্ষের বাড়িঘর ভাঙচুর সহ আইন-শৃঙ্খলার অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন