প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

ফটিকছড়ি উপজেলা ছাত্রদল কতৃক দোয়া ও মিলাদ মাহফিল সম্পন্ন

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে দেশের কল্যাণে তাজা রক্ত ঢেলে দেওয়া সকল শহিদ, আহত বীর ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. মনিরুল আলম জনি’র সুস্থতা কামনায় ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে, ২নং দাঁতমারা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক, মোঃ শাহেদুল আলম চৌধুরী’র মোনাজাতের মাধ্যমে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৮ জুলাই স্থানীয় শান্তিরহাট জামে মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, ৪নং ভূজপুর ইউনিয়ন ছাত্রদলর সিঃ সহ সভাপতি,এস.এম হুসাইন,সাধারণ সম্পাদক, মোঃ ইলিয়াছ বাঁচা,৩নং নারায়নহাট ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক, মোঃ হেদায়েতুল ইসলাম (হাসান),২নং দাঁতমারা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃরাফি আকবর ছাত্রদলনেতা,মোঃশাহিদুল ইসলাম (মাসুদ)

মোঃইসমাঈল,মোঃশাহিন,মোঃদেলোয়ার,মোঃ
মানিক,ই এইচ রিহান,আশ্রাফ,জিসান,মোঃপারভেজ
সহ ছাত্রদলের নেতৃবৃন্দ৷

এ সময় নেতৃবৃন্দ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান বুকে ধারণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ নির্মাণের শপথ নেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন