মোঃ শামীম মিয়া দেওয়ানগঞ্জ জামালপুর প্রতিনিধি
আজকের এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয় দেওয়ানগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুলের ছাত্রদল কমিটি গঠন নিয়ে সৃষ্টি হওয়া অন্যায়, পক্ষপাত ও অগণতান্ত্রিক প্রক্রিয়ার বিরুদ্ধে।
এই মিছিলে বক্তব্য প্রদান করেন:
মুতারাদ্দিদ আল আফ সাদাদ দেয়ান আলিফ
ছাত্রনেতা হৃদয়, রিয়াদ ও রিফাত
এছাড়াও এই মিছিলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন: সাব্বির হাসান, বিশাল, স্বপন মিয়া ও মোহাম্মদ রিফাত।
বিক্ষোভের মূল কারণ:
ছাত্রলীগের সক্রিয় কর্মী কীভাবে ছাত্রদলের সভাপতি হয়?
সংবিধান অনুযায়ী ক্লাস টেনের নিচে কোন শিক্ষার্থী কমিটিতে থাকতে পারে না, অথচ এখানে ক্লাস নাইনের একজনকে সাধারণ সম্পাদক বানানো হয়েছে!
মাঠের প্রকৃত কর্মীরা, যারা দলকে রক্ত-ঘাম দিয়ে আগলে রেখেছে, তাদের অনেকেই কমিটিতে জায়গা পায়নি। বক্তারা প্রকাশ্যে তুলে ধরেছেন সভাপতি ইফতিয়াক হোসেনের ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাদের সঙ্গে থাকা বিভিন্ন ছবির তথ্যপ্রমাণ।
আমাদের দাবি: এই অবৈধ, পক্ষপাতদুষ্ট কমিটি ৪৮ ঘণ্টার মধ্যে বাতিল করে প্রকৃত ত্যাগী, আদর্শবান ছাত্রদের নিয়ে একটি ন্যায্য ও গণতান্ত্রিক কমিটি পুনর্গঠন করতে হবে।
অন্যথায়, আমাদের আন্দোলন আরও বিস্তৃত হবে, এবং এই অন্যায়ের বিরুদ্ধে দেওয়ানগঞ্জের রাজপথে আরও বড় কর্মসূচি দেখা যাবে।