প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

টাঙ্গাইল জেলা পরিবেশক মালিক সমিতির সভাপতি শামীম- সাধারন সম্পাদক রফিক

সুলতান কবির : টাঙ্গাইল জেলা পরিবেশক মালিক সমিতির ত্রি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন শুক্রবার(১৮ জুলাই) সকালে শহরের ভিক্টোরিয়া ফুড জোন অ্যান্ড পার্টি প্যালেসে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা ব্যবসায়ী ঐক্যজোটের সভাপতি ও জেলা পরিবেশক মালিক সমিতির প্রধান উপদেষ্টা আবুল কালাম মোস্তফা লাবু। পরে আগামি তিন বছরের জন্য শামীমুর রহমান খান শামীমকে সভাপতি এবং মোহাম্মদ রফিকুল ইসলাম রফিককে সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় নির্বাচিত করা হয়। টাঙ্গাইল জেলা পরিবেশন মালিক সমিতির সভাপতি শামীমুর রহমান খান শামীমের সভাপতিত্বে সাধারণ সভায় বক্তব্য রাখেন, জেলা পরিবেশক মালিক সমিতির উপদেষ্টা আরফান আলী খান, উপদেষ্টা মীর মহব্বত হোসেন, উপদেষ্টা সাইমন তালুকদার রাজিব, আহসান খান আছু, মাহফুজুর রহমান মামুন, দুলাল চন্দ্র সাহা, জেলা পরিবেশক মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি আব্দুল আলীম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক প্রমুখ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন