প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

কালিয়াকৈরে উপজেলা ও পৌর বিএনপির মৌন মিছিল: গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে শ্রদ্ধা ও দোয়া

‎ ‎মোঃ ফরহাদুল ইসলাম, স্টাফ রিপোর্টার: ‎ ‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত জুলাই-আগস্ট মাসের গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে ও তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় এক মৌন মিছিল অনুষ্ঠিত হয়। ‎শুক্রবার বিকেলে কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করে শান্তিপূর্ণভাবে অংশ নেন। ‎ ‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলহাজ্ব_কাজী_সাইয়েদুল_আলম_বাবুল.. ‎সাংগঠনিক সম্পাদক, বি.এন.পি’র কেন্দ্রীয় কমিটি, ‎হুমায়ুন কবীর খান, ‎সহ শ্রম বিষয়ক সম্পাদক, বি.এন.পি ‎মজিবুর রহমান ‎সদস‍্য নির্বাহী কমিটি, বি.এন.পি ‎মোঃ সাইজুদ্দিন আহম্মেদ ‎সাবেক সিনিঃ যুগ্ম-আহ্বায়ক, কালিয়াকৈর পৌর বি.এন.পি, সহ বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। ‎ ‎উপস্থিত নেতারা বলেন, “বর্তমান সরকারের দমন-পীড়নের বিরুদ্ধে জনগণের ন্যায্য দাবি আদায়ে বিএনপি যাদের জীবন উৎসর্গ করেছে, তারা আমাদের সংগ্রামের অগ্রসেনানী। এই শহীদদের আত্মত্যাগকে স্মরণে রেখে আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াই চালিয়ে যাব।” মিছিল শেষে শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। ‎

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন