প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

নওগাঁ জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট,খোদাদত খাঁন পিটুকে গ্রেফতার

উজ্জ্বল কুমার জেলা নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট খোদাদাত খান পিটুকে পুলিশ গ্রেপ্তার করেছে। ১৬ জুলাই বুধবার দিবাগত রাত আড়াই টার দিকে নওগাঁ শহরের পোস্ট অফিস পাড়া এলাকায় অবস্থিত তার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। অ্যাডভোকেট খোদাদাত খাঁন পিটু জেলা যুবলীগের সভাপতি ও সাবেক পিপি ছিলেন বলে তার পারিবারিক সুত্র জানায়। তাকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম সিদ্দিকী জানান,তার বিরুদ্ধে জেলা বিএনপির অফিস ভাঙচুর ও আগুন দেয়াসহ একাধিক মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন