নাজমুস সাকিব রাসেল: খাদ্য মন্ত্রণালয়ের অধীন ফুড প্ল্যানিং অ্যান্ড মনিটরিং ইউনিট (এফপিএমইউ), গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (গেইন), বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP), এফএও, আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (IFAD) এবং SUN ইয়ুথ নেটওয়ার্ক বাংলাদেশ-এর সহযোগিতায় জাতিসংঘের ফুড সিস্টেম সামিট (UNFSS) জাতীয় পথনকশা পরিকল্পনার কর্মপরিকল্পনা (Plan of Action) বিষয়ক একটি যুবদের নেয়ে পরামর্শ সভার আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের লক্ষ্য ছিল দেশের খাদ্য ব্যবস্থা রূপান্তরের কর্মসূচিতে তরুণদের অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করা। অনুষ্ঠানে ৪৫ জন তরুণ নেতা, শিক্ষার্থী ও উদ্যোক্তা অংশগ্রহণ করেন, যাদের সঙ্গে ছিলেন খাদ্য মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা এবং উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা। নরিশিং ফুড পাথওয়েজ কর্মসূচির আওতায় গেইন, সরকারের কর্মপরিকল্পনা প্রণয়ন ও তরুণদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে কারিগরি সহায়তা প্রদান করছে। অনুষ্ঠানে গেইন-এর পক্ষ থেকে খসড়া জাতীয় পথনকশার উপস্থাপনা ও এফপিএমইউ-এর থিমেটিক লিডারদের নেতৃত্বে পাঁচটি অ্যাকশন এরিয়াভিত্তিক দলীয় কার্যক্রম অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীরা যৌথভাবে স্থানীয় চ্যালেঞ্জ চিহ্নিত করেন এবং প্রাসঙ্গিক, তরুণ নেতৃত্বাধীন সমাধান প্রস্তাব করেন। তাদের মতামত সরকারকে তরুণদের অংশগ্রহণ ও বহুপক্ষীয় সহযোগিতার প্রতিশ্রুতি আরও জোরালোভাবে নিশ্চিত করে। পরামর্শ সভার প্রধান প্রধান অর্জনগুলো হলো— খাদ্য ব্যবস্থা রূপান্তর ও এর শাসন ব্যবস্থায় তরুণদের সম্পৃক্ত করার জন্য দৃঢ় আহ্বান
খাদ্য ও পুষ্টি শিক্ষার সঙ্গে একীকরণ
যুব উদ্যোক্তা ও জলবায়ু সহনশীল কৌশল ব্যবহারে সহায়তা এফপিএমইউ তরুণদের সুপারিশগুলো চূড়ান্ত কর্মপরিকল্পনায় অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছে এবং বাস্তবায়ন ও পর্যবেক্ষণ পর্যায়েও তাদের অংশগ্রহণ বজায় রাখার আহ্বান জানিয়েছে। এই আয়োজন বাংলাদেশের খাদ্য ব্যবস্থার রূপান্তরকে অন্তর্ভুক্তিমূলক, অংশগ্রহণমূলক এবং তরুণ-নির্ভর করার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে চিহ্নিত হবে বলে আশা সকলের।