প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

জাতীয় পথনকশা পরিকল্পনার কর্মপরিকল্পনা (Plan of Action) বিষয়ক একটি যুবদের পরামর্শ সভা অনুষ্ঠিত

নাজমুস সাকিব রাসেল: ‎খাদ্য মন্ত্রণালয়ের অধীন ফুড প্ল্যানিং অ্যান্ড মনিটরিং ইউনিট (এফপিএমইউ), গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (গেইন), বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP), এফএও, আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (IFAD) এবং SUN ইয়ুথ নেটওয়ার্ক বাংলাদেশ-এর সহযোগিতায় জাতিসংঘের ফুড সিস্টেম সামিট (UNFSS) জাতীয় পথনকশা পরিকল্পনার কর্মপরিকল্পনা (Plan of Action) বিষয়ক একটি যুবদের নেয়ে পরামর্শ সভার আয়োজন করা হয়। ‎ ‎এই অনুষ্ঠানের লক্ষ্য ছিল দেশের খাদ্য ব্যবস্থা রূপান্তরের কর্মসূচিতে তরুণদের অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করা। অনুষ্ঠানে ৪৫ জন তরুণ নেতা, শিক্ষার্থী ও উদ্যোক্তা অংশগ্রহণ করেন, যাদের সঙ্গে ছিলেন খাদ্য মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা এবং উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা। ‎ ‎নরিশিং ফুড পাথওয়েজ কর্মসূচির আওতায় গেইন, সরকারের কর্মপরিকল্পনা প্রণয়ন ও তরুণদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে কারিগরি সহায়তা প্রদান করছে। ‎অনুষ্ঠানে গেইন-এর পক্ষ থেকে খসড়া জাতীয় পথনকশার উপস্থাপনা ও এফপিএমইউ-এর থিমেটিক লিডারদের নেতৃত্বে পাঁচটি অ্যাকশন এরিয়াভিত্তিক দলীয় কার্যক্রম অনুষ্ঠিত হয়। ‎ ‎অংশগ্রহণকারীরা যৌথভাবে স্থানীয় চ্যালেঞ্জ চিহ্নিত করেন এবং প্রাসঙ্গিক, তরুণ নেতৃত্বাধীন সমাধান প্রস্তাব করেন। তাদের মতামত সরকারকে তরুণদের অংশগ্রহণ ও বহুপক্ষীয় সহযোগিতার প্রতিশ্রুতি আরও জোরালোভাবে নিশ্চিত করে। ‎ ‎পরামর্শ সভার প্রধান প্রধান অর্জনগুলো হলো— 📍 খাদ্য ব্যবস্থা রূপান্তর ও এর শাসন ব্যবস্থায় তরুণদের সম্পৃক্ত করার জন্য দৃঢ় আহ্বান ‎📚 খাদ্য ও পুষ্টি শিক্ষার সঙ্গে একীকরণ ‎👨‍🌾 যুব উদ্যোক্তা ও জলবায়ু সহনশীল কৌশল ব্যবহারে সহায়তা ‎ ‎এফপিএমইউ তরুণদের সুপারিশগুলো চূড়ান্ত কর্মপরিকল্পনায় অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছে এবং বাস্তবায়ন ও পর্যবেক্ষণ পর্যায়েও তাদের অংশগ্রহণ বজায় রাখার আহ্বান জানিয়েছে। ‎এই আয়োজন বাংলাদেশের খাদ্য ব্যবস্থার রূপান্তরকে অন্তর্ভুক্তিমূলক, অংশগ্রহণমূলক এবং তরুণ-নির্ভর করার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে চিহ্নিত হবে বলে আশা সকলের।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন