প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

সাতক্ষীরা মাংস সমিতির নির্বাচনে কাদের সভাপতি ওয়ালিউল সম্পাদক নির্বাচিত

আজহারুল ইসলাম সাদী:

সাতক্ষীরা শহর মাংস ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৫ সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়েছে। বুধবার ১৬ জুলাই চূড়ান্ত নির্বাচনী ফলাফল প্রকাশ করেন প্রধান নির্বাচন কমিশনার শেখ নিজাম উদ্দীন।

১১টি পদে একাধিক প্রার্থী না থাকায় সকল প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। নির্বাচিতরা হলেন, সভাপতি আলহাজ্ব মো: আব্দুল কাদের, উর্দ্ধতন সহ-সভাপতি আবুল হাশেম, সহ-সভাপতি মো: আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক শেখ ওয়ালিউল ইসলাম, যুগ্ম সম্পাদক জামাল মন্ডল, যুগ্ম সম্পাদক কামরুজ্জামান রানা, কোষাধ্যক্ষ মনিরুজ্জামান পলাশ, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, দপ্তর সম্পাদক আব্দুস সালাম, কার্যকরি সদস্য খলিলুর রহমান মুকুল ও জাহাঙ্গীর গাজী।

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে শেখ নিজাম উদ্দীন নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেন। উল্লেখ্য শেখ ওয়ালিউল ইসলাম ১৯৯০ সাল থেকে একাধারে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন