প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

গাইবান্ধায় সফল ফ্রিল্যান্সারদের আইডি কার্ড প্রদান অনুষ্ঠান

মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা জেলা প্রতিনিধি

গাইবান্ধা জেলার সফল ফ্রিল্যান্সারদের উদ্ভুদ্ধকরণের লক্ষ্যে আজ মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৫ তারিখে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলার ৭টি উপজেলার মোট ১০৮ জন সফল ফ্রিল্যান্সারকে আনুষ্ঠানিকভাবে ফ্রিল্যান্সার আইডি কার্ড প্রদান করা হয়।

জেলা প্রশাসন আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা বলেন, গাইবান্ধার তরুণদের মেধা ও দক্ষতাকে বৈশ্বিক আউটসোর্সিং মার্কেটে কাজে লাগিয়ে তারা নিজেরা যেমন স্বাবলম্বী হচ্ছেন, তেমনি জেলার অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। ফ্রিল্যান্সার আইডি কার্ড তাদের কাজের স্বীকৃতি এবং ভবিষ্যৎ পেশাগত সুযোগের পথকে আরও সহজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইসিটি সংশ্লিষ্ট কর্মকর্তা, বিভিন্ন উপজেলা থেকে আগত ফ্রিল্যান্সার এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন