প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫ ২৪শে আষাঢ়, ১৪৩২ ১২ই মহর্‌রম, ১৪৪৭

সরকারের উন্নয়ন তুলে ধরে শোভাযাত্রা করলেন খোরশেদ আলম ইয়াকুব

সরকারের উন্নয়ন তুলে ধরে শোভাযাত্রা করলেন খোরশেদ আলম ইয়াকুব ।সরকারের টানা ১৫ বছরের বিভিন্ন উন্নয়ন তৃণমূল পর্যায়ের মানুষের মাঝে তুলে ধরতে ব্যতিক্রমী শোভাযাত্রা করেছেন বিশিষ্ট কর্মী তৈরির নেতা শেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের বিপ্লবী যুগ্ন আহবায়ক, আলহাজ্ব খোরশেদ আলম ইয়াকুব, তারুণ্যের অহংকার ইয়াকুব ভাইয়ের নেতৃত্বে ১৫ই অক্টোবর রবিবার তিনটায় শেরপুর জেলায় বিশাল এক শোভাযাত্রা করেন প্রায় ২ শতাধিক নেতা ও হাজার হাজার গণ মানুষের ঢল ও বিভিন্ন ইউনিট থেকে ঢোল ও ঝুনঝুনি বাজিয়ে মিছিলে অংশগ্রহণ করেন হাজার হাজার লোক। শেরপুর জেলা শহরে ঘুরে সরকারের উন্নয়ন সাধারণ মানুষের মাঝে তুলে ধরেন। শোভাযাত্রায় অংশ নেওয়া মানুষের মাঝে সরকারের বিভিন্ন উন্নয়ন পোস্টার, ব্যানার, লিফলেট মাধ্যমে প্রচার করা হয় সরকার অনেক উন্নয়ন করেছে কিন্তু তৃণমূলের সাধারণ মানুষ অনেক কিছু জানে না। কোন নেতাকর্মী সরকারের উন্নয়ন তুলে ধরে শোভাযাত্রা করে নাই। আজ এই শোভা যাত্রার মাধ্যমে সাধারণ মানুষ সরকারের উন্নয়ন সম্পর্কে জানতে পারবে। খোরশেদ আলম ইয়াকুব বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা ১৫ বছরে বাংলাদেশকে বিশ্বের মধ্যে উন্নয়নের রুল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। দেশ এখন উন্নত রাষ্ট্র ও স্মার্ট বাংলাদেশ হচ্ছে। আওয়ামীলীগের উন্নয়ন তৃণমূল মানুষকে জানানোর জন্যই এমন আয়োজন। স্মার্ট বাংলাদেশের জন্য সৎ, যোগ্য, তরুণ নেতৃত্বের প্রয়োজন। দেশের চলমান উন্নয়নকে ধরে রাখার জন্য প্রধানমন্ত্রী হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন