প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

ভোটের মাঠে নতুন প্রেরণা: বগুড়া শিবগঞ্জে ১১০টি ভোটকেন্দ্র কমিটিতে বিএনপির ১৭ হাজার সদস্য-

মোঃ মিনারুল ইসলাম, বিশেষ

প্রতিনিধি:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি জোরদারে শিবগঞ্জ উপজেলা বিএনপি ভোটকেন্দ্রভিত্তিক কমিটি গঠনে বড় অগ্রগতি অর্জন করেছে। উপজেলার ১২ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার মোট ১১০টি ভোটকেন্দ্রে ১৫১ জন করে সদস্য বিশিষ্ট কমিটি গঠন সম্পন্ন হয়েছে, মোট সদস্য সংখ্যা প্রায় ১৭ হাজার যা দলের তৃণমূল সংগঠনকে শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রত্যেক ভোট কেন্দ্রে ১৫% মহিলা সদস্য অন্তর্ভুক্ত হয়েছে, যারা অর্ধেক নারী ভোটারের প্রতিনিধিত্ব করবে বলে জানা গেছে।
বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি, শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলমের নেতৃত্বে এই কার্যক্রম গত কয়েক মাসে ধারাবাহিকভাবে পরিচালিত হয়। শেষ পর্যায়ে গত জুন মাসে শিবগঞ্জ পৌরসভার ৩, ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের ভোটকেন্দ্রে কমিটি গঠন করে পুরো উপজেলায় এই উদ্যোগ সম্পূর্ণ হয়।

উপজেলার প্রতিটি ভোটকেন্দ্রে গঠিত কমিটির সদস্যরা স্থানীয় জনগণের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি দলের জন্য ভোটার সংখ্যা বৃদ্ধি ও নির্বাচনী প্রচারণায় সক্রিয় ভূমিকা পালন করবেন। এতে করে বিএনপি তৃণমূল পর্যায়ে সংগঠনের ভীত মজবুত হবে এবং নির্বাচনী প্রস্তুতি আরও সুচারুভাবে সম্পন্ন হবে।

পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলাম বলেন, কমিটি গঠনের মাধ্যমে এখন প্রত্যেক ভোট কেন্দ্রে দলের প্রতিনিধি ও কর্মীরা দায়িত্ব নিয়ে কাজ করতে পারবে। এতে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও একতা বাড়বে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওয়াহাব বলেন, সভাপতির নির্দেশনায় আমরা প্রতিটি কেন্দ্রেই এই কমিটি গঠন করেছি, যা দলের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এবার আমাদের সাংগঠনিক শক্তি বৃদ্ধি পাবে এবং নির্বাচনে সফলতার সম্ভাবনা বাড়বে।

শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম বলেন, জনাব তারেক রহমানের নির্দেশে দীর্ঘ ১৭ বছর ধরে দলের জন্য যারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, তাদেরই এই উদ্যোগের মাধ্যমে সম্মান জানানো হয়েছে। আমরা আশা করি শিবগঞ্জের প্রতিটি গ্রাম ও কেন্দ্রে বিএনপি ও ধানের শীষের শক্ত ঘাঁটি গড়ে উঠবে।
এভাবে ভোটকেন্দ্রভিত্তিক কমিটি গঠন শেষে শিবগঞ্জ উপজেলা বিএনপি নির্বাচনী মাঠে কার্যকর ভূমিকা পালনের জন্য প্রস্তুত অবস্থায় রয়েছে ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন