প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

গঙ্গাচড়ায় গণমাধ্যম কর্মীদের সাথে ওয়ার্ল্ড ভিশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

 নিজস্ব প্রতিনিধি: রংপুরের গঙ্গাচড়ায় গণমাধ্যম কর্মীদের সাথে ওয়ার্ল্ড ভিশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গঙ্গাচড়া এরিয়া প্রোগ্রাম এর আয়োজনে এপি হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গঙ্গাচড়া প্রেসক্লাবের সভাপতি সাজু আহমেদ লাল, প্রেসক্লাব গঙ্গাচড়ার সভাপতি আব্দুল মজিদ, গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের আহবায়ক আব্দুল আলীম প্রামানিক, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কো-অর্ডিনেটর ফিল্ড কমিউনিকেশন আলভী হোসাইন, এপি ম্যানেজার লিওবার্ড চিসিম। এসময় গঙ্গাচড়া এপি ম্যানেজার লিওবার্ট চিসিম বলেন, গঙ্গাচড়া এপি কর্মএলাকার জনগণের অর্থনৈতিক উন্নয়ন, মানসম্মত শিক্ষা, শিশু সুরক্ষা, নেতৃত্ব বিকাশ, মা ও শিশুর স্বাস্থ্যের উন্নয়নের মাধ্যমে জীবন যাত্রার মান উন্নয়ন করায় হলো ওয়ার্ল্ড ভিশনের লক্ষ্য। এ উন্নয়ন কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে উপজেলার সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় সভায় সকল সাংবাদিকদের সার্বিক সহযোগিতা এবং গুরত্বপূর্ণ ভ‚মিকা রাখার জন্য বিশেষভাবে আহবান জানান তিনি।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন