প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

টাঙ্গাইলে বাড়ী ভাংচুর স্বর্ণ লুটপাট! থানায় মামলা

  সুলতান কবির : ধনবাড়ী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুটি ঘর ভাংচুর ও শুটকি মাছসহ স্বর্ণালংকার ও নগদ অর্থ লুটপাটের ঘটনায় ন্যায় বিচারের জন্য থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার। উপজেলার বীরতারা ইউনিয়নের বলাসুতী গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটে ।  মামলার বিবরণ ও ভুক্তভোগী বাড়ীর মালিক কুরবান আলী জানান, বিবাদী প্রতিবেশী মৃত তমেজ আলীর ছেলে ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ও তার ছেলে মিজানুর রহমান ও আমিনুর রহমান এবং ওমেদ আলীসহ তার ছেলে রাসেল মিয়া গংরা মিলে আমার বসত ঘরের ভিতরে জমি পাবে দাবী করে ভাড়াটিয়া কিছু সন্ত্রাসী নিয়ে হামলা চালিয়ে দুটি ঘর ভাংচুর করে। ঘরের টিন ও মাটি খুঁড়ে, ঘরের খুঁটি তুলে ফেলে ভাংচুর করে। এ সময় ঘরে থাকা আমাদের ভ্রাম্যমাণ দোকানের ৫০ হাজার টাকার শুকটি মাছ ও ৬০ হাজার টাকার স্বর্ণালংকারসহ নগদ ৫০ হাজার টাকা এবং পাশের ঘর থেকে ২ লক্ষ ত্রিশ হাজার টাকা মূল্যের স্বর্ণের গহনা লুটে নেয় সন্ত্রাসী দল।  তিনি আরো জানান, এ সময় বাঁধা দিতে গেলে সন্ত্রাসীরা বাঁশের লাটি ও কাঠ দিয়ে মারতে আসে। সেই সাথে তারা আমাদেরকে কোথাও কোন অভিযোগ না করার জন্য প্রাণনাশের হুমকি দিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে আসার পরে থেকেই শফিকুল গংরা বাড়ী ছেড়ে পালিয়ে গেছে। আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।  আমরা এখন এই বৃষ্টির দিনে খোলা আকাশের নিচে কীভাবে পরিবার পরিজন নিয়ে রাত কাটাবো? এই স্বাধীন দেশে কেন এই অমানবিক অত্যাচার? এ ঘটনায় আমি ১১ জনকে আসামী করে সোমবার, ১৪ জুলাই সন্ধ্যায় থানায় মামলা দায়ের করেছি। বর্তমান সরকারসহ বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ প্রশাসনের কাছে অপরাধীদের গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন