প্রিন্ট এর তারিখঃ শনিবার ৪ অক্টোবর, ২০২৫ ১৯ আশ্বিন, ১৪৩২ ১১ রবিউস সানি, ১৪৪৭

জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন মমিনুর রশীদ শাইন সভাপতি ও মুহাম্মদ কামরুল ইসলাম মহাসচিব নির্বাচিত

শাহাদাত কামাল শাকিল: ১৩ জুলাই ২০২৫ রবিবার দুপুরে জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নীতি নির্ধারক পরিষদ সভায় সংস্থার ২০২৫-২০২৮ সালের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। কমিটিতে মোঃ মমিনুর রশীদ শাইন সভাপতি ও মুহাম্মদ কামরুল ইসলাম মহাসচিব হিসেবে নির্বাচিত হয়েছেন। কমিটিতে মোঃ শাহজাহান মোল্লা, নির্বাহী সভাপতি, মোঃ আলমগীর গনি, সিনিয়র সহ সভাপতি, মোঃ খায়রুল ইসলাম, সহ সভাপতি, মোঃ আতিকুর রহমান আজাদ, সহ সভাপতি, মোঃ হাসান সরদার জুয়েল,সহ সভাপতি, এড. চমন ই এলাহী, যুগ্ম মহাসচিব, মোঃ কাজী মাহমুদুল হাসান, যুগ্ম মহাসচিব, মোঃ কেফায়েত উল্লাহ কায়ছার, যুগ্ম মহাসচিব, মোঃ সাজাদুর রহমান সাজু,সহকারী মহাসচিব,মোঃ হারিসুর রহমান, সহকারী মহাসচিব, মোঃ রফিকুল ইসলাম, সহকারী মহাসচিব, মোঃ তৌহিদ রিপন, সাংগঠনিক সচিব, মোঃ ইসমাইল হোসেন এলিন, সাংগঠনিক সচিব, মোঃ নাজির হোসেন,অর্থ সচিব, মোঃ আবেদ আলী, দপ্তর সচিব মোঃ সিপন আলী, প্রচার সচিব মোঃ রাসেল ইসলাম জীবন, প্রশিক্ষণ সচিব মোঃ আজিবুল হক পার্থ, আইন সচিব এড.ওয়াহিদুন্নবী বিপ্লব, পরিকল্পনা ও গবেষণা সচিব মোঃ সাইফুল ইসলাম,মহিলা বিষয়ক সচিব, মোছাঃ আমেনা বেগম, নির্বাহী সদস্য, মোঃ আতিকুল ইসলাম, মোঃ শফিকুল ইসলাম, মোঃ গোলাম সারওয়ার, মোঃনজরুল হক অনু, মোঃ মাহবুবুর রহমান, মোঃ আব্দুর রশিদ মোল্লা, ড. শাহজাহান কবির ও মোঃ মাহমুদ মোস্তফা নির্বাচিত হয়েছেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন