প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

গাইবান্ধায় বিশ্ব জনসংখ্যা দিবস পালন

 মোঃ সাগর সরকার স্টাফ রিপোর্টার: বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলড়্গে গাইবান্ধা জেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা বিভাগের যৌথ উদ্যোগে সোমবার বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, শ্রেষ্ঠ কর্মী, প্রতিষ্ঠানের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ। দিবসটির প্রতিপাদ্য বিষয় ছিল‌ ন্যায্য ও সম্ভবনাময় বিশ্বে পছন্দের পরিবার, গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গাইবান্ধা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মো. তারিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সিভিল সার্জন ডা. মো. রফিকুজ্জামান, সদর উপজেলা মেডিকেল অফিসার শর্মিষ্টা রাণী বর্মণ, সদর পুলিশ ফারির ইনচার্জ বেলাল হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডা. মো. আতিকুর রহমান খান। জেলার সাত উপজেলা থেকে পরিবার পরিকল্পনা, মা-শিশুস্বাস্থ্য ও কৈশোরকালীন প্রজনন স্বাস্থ্য কার্যক্রমে উল্লেখযোগ্য অবদানের জন্য ৪ জন শ্রেষ্ঠ কর্মী ও ৫টি প্রতিষ্ঠানকে বাছাই করা হয়। শেষে প্রধান অতিথি ওই ৪ শ্রেষ্ঠ কর্মী ও ৫ প্রতিষ্ঠানের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন