প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

নদীতে ব্রিজ নির্মাণের পক্ষে আমি, কোনদিনই বিপক্ষে ছিলাম না -রাজীব প্রসাদ সাহা

মো:মিজানুর রহমান জেলা প্রতিনিধি টাঙ্গাইল: কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা ১৪/৭/২০২৫ সোমবার সকাল ১০ টায় এলাকাবাসীদের নিয়ে এক ঘরোয়া মিটিংয়ে একথা বলেন। কুমুদিনী হাসপাতাল খেয়া ঘাটে একটি ব্রীজ নির্মাণের দাবি ছিল দীর্ঘদিনের। স্বাধীনতা উত্তর ৫৪ বছরেও এ দাবী পূরণ হয়নি। ফলে এলাকাবাসীর মনে চাপা ক্ষোভ বিরাজ করছিল। সাম্প্রতিক সময়ে এটি আরো বেশি ফুলে ফেঁপে ওঠে। বিগত দিনে নদীতে নৌকাডুবিতে প্রাণহানির মত ঘটনা ঘটেছে কয়েকবার। প্রতিদিন এই খেয়াঘাট ধরে কোমলমতি স্কুল-কলেজের ছাত্রছাত্রী সহ হাজারো মানুষের চলাচল। মুমূর্ষু রোগী নিয়েও পারাপারে অনেক বেগ পেতে হয়। বিশেষ করে স্কুল কলেজগামী ছাত্র-ছাত্রীদের অভিভাবকগণ উদ্বিগ্ন উৎকণ্ঠায় দিন কাটায়। উভয় পাশে ব্লক দিয়ে নদী শাসনের কারণে লৌহজং নদীটি হয়েছে আগের চেয়ে কয়েকগুণ বেশি খরস্রোতা। বর্তমানে এই নদীতে নৌকা সামাল দেয়াই কঠিন হয়ে পড়েছে।
এলাকাবাসীর পক্ষ হতে তাই এই ঘাটে একটি ব্রিজ নির্মাণের দাবি উঠে। বিভিন্ন পত্রপত্রিকা, টিভি ও সোশ্যাল মিডিয়ায় এ সংক্রান্ত খবর প্রচারিত হতে থাকে। আব্দুল সাত্তার, পিন্টুসাহা, হাজি মমিন, লিটন মিয়া, কফিল মিয়া, শ্যাম,প্রফেসর সাহা প্রান গোপাল সহ আরো অনেকে দীর্ঘদিন যাবত সেতু নির্মাণের দাবীতে সোচ্চার হয়ে ওঠে।
ফলশ্রুতিতে আজ কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা তাঁর নিজ বাড়িতে এলাকাবাসীদের নিয়ে একটি মিটিংয়ের আয়োজন করেন। প্রথমে তিনি উপস্থিত লোকজনদের মধ্য হতে বেশ কয়েকজনের কথা মনোযোগ সহকারে শুনেন। পরে উপস্থিত সকলের সামনে তিনি বলেন, আমি ব্রিজ নির্মাণের পক্ষে, কোনদিনই এর বিপক্ষে ছিলাম না। আমি আপনাদের দাবির সাথে সম্পূর্ণ একমত।ব্রীজ নির্মাণের ক্ষেত্রে আমি আপনাদেরকে সর্বাত্মক সহায়তা প্রদান করব। তিনি আরো বলেন, আপনারা অনেকেই মন্তব্য করেছেন আমি ব্রিজ হতে দেই না,এ কথা সঠিক নয়। মানুষের অকল্যাণ হবে এই ধরনের কাজের সাথে কুমুদিনী কল্যাণ ট্রাস্ট কখনোই সম্পৃক্ত ছিল না। আপনারা দূর থেকে বিচার করেছেন, কোনদিনও এত বড় দাবি নিয়ে আমাদের কাছে আসেন নি। আসলে দূর থেকে একটা মানুষের ভালো মন্দ কোনটাই ততটা উপলব্ধি করা যায় না। আমার দাদু রনদাপ্রসাদ সাহা সারা জীবন ধরে মানুষের কল্যাণের কথা চিন্তা করে গেছেন, আমিও সেই ধারাবাহিকতা বজায় রেখে চলতে চাই। আসলে আমাদের মাঝে দীর্ঘদিনের একটা ভুল বোঝাবুঝি ছিল। আশা করি আজকে আপনাদের মাঝে সেটি পরিষ্কার হয়ে গেল। আমাকে কেউ ভুল বুঝবেন না, আমি সব সময় আপনাদের পাশে আছি।
কুমুদিনী হাসপাতাল খেয়াঘাটের উপর ব্রীজ নির্মাণে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহার বক্তব্যে উপস্থিত সবাই আনন্দে উদ্বেলিত হয়ে পড়েন। সবার মাঝে তখন খুশির আমেজ বিরাজ করছিল। কেননা এটি ছিল এলাকাবাসীর দীর্ঘদিনের চাওয়া।
নদীর উপর একটি ব্রিজ নির্মাণ হবে এমন খবর প্রচারিত হওয়ার পর এলাকাবাসী কুমুদিনী খেয়াঘাটে উপস্থিত হয়ে আনন্দ উল্লাস করতে থাকেন এবং কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট এর ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন